পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ দীয় তাবৎদেশ এব^ প্রান্তরস্থিত তালবৃক্ষ সকল ঘিরীহোর তলভূমি ও সোয়র পর্য্যন্ত অন্য তাবৎ দক্ষিণদেশ তাহাকে দেখাইলেন। এব০ পরমেশ্বর তাহাকে কহিলেন, আমি তোমার বণশকে এই দেশ দিব যে দেশের বিষয়ে অব্ৰাহম ও ইসহাক ও যাকুবের কাছে এই প্রতিজ্ঞ করিয়াছিলাম সেই দেশ তোমাকে প্রত্যক্ষ দেখাইলাম, কিন্তু তুমি সেই স্থানে পার হইয়। যাইবা ন! । - তাহাতে পরমেশ্বরের দাস মূসা সেই স্থানে মরিল, কিন্তু কোন স্থানে তাহার কবর দেওয়া যায় তাহা কেহ অদ্যাবধি জানে না। পরে ইসায়েল বণশ মূসার নিমিত্তে মোয়াবের প্রান্তরে ত্রিশদিবস ক্রমাগত শোক সন্তাপ করিল। প্রথম পুস্তক সমাপ্ত ।