পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}} 8 সহিত থাকিয়, এব^ তোমাকে ছাড়িব না, ও তো মাকে পরিত্যাগ করিব না, তুমি শক্তিমান ও অতিশয় সাহসী হও, কেননা ইহাদের পূৰ্ব্বপুরুষদের কাছে ষে দেশ দিতে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবা, অতএব ভুমি শক্তিমান ও অতিশয় সাহসী হইয়। সাবধান পূৰ্ব্বক আমার সেবক মূসার আজ্ঞাপিত সমস্ত ব্যবস্থানুসারে কৰ্ম্ম কর, এব^ সেই ব্যবস্থার পথ হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, তাহাতে তুমি যে কোন স্থানে যাইব৷ সে স্থানে ভাগ্যবান হইবা, এই ব্যবস্থাগ্রন্থ নিরন্তর মুখস্থ কর, ও তন্মধ্যে লিখিত তাবৎ আজ্ঞা পালনার্থে দিবারাত্রি তাহার আলোচনা কর, তাহাতে তোমার পথ সফল হইবে, ও তোমার কার্য সিদ্ধ হইবে, আর আমি কি তোমাকে আজ্ঞা দি নাই? তুমি শক্তিমান হও, ও সাহসী হও, এবণ ভীত ও নিরাশ হইও না, তুমি যে যে স্থানে যাও, সেই সেই স্থানে তোমার প্রভু পরমেশ্বর তোমার সহিত আছেন। যিহোসূয় তখন দুই জন চরকে দেশানুসন্ধান করিতে পাঠাইল, তাহার। ষিরীহে নগরে উপস্থিত হইয়। রাহবনামুী এক স্ত্রীলোকের বাটীতে বাস করিল, .সেই নগরের রাজা তাহদের সপ্রয়োজন আগমনের মুম্বাদ পাইয় তাহাদিগকে ধরিতে সেই স্ত্রীলোকের ঘরে দূক্তগণকে প্রেরণ করিল, কিন্তু রাহব ঐ উভয় চরকে আপন গৃহের ছাতে লুকাইয়। রাখিয়া কহিল, ঈশ্বর এই দেশ তোমাদিগকে দিলেন, ও তোমাদের