পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S & 3 তাহাদের সেবা করিও না, ও তাহাদিগকে প্রণাম করিও না, কিন্তু তোমরা আদ্য পৰ্য্যন্ত যেমন করিয়াছ তদ্রুপ আপন প্ৰভু পরমেশ্বরেতে আসক্ত থাক, কেননা পরমেশ্বর তোমাদের সমুখহইতে বৃহৎ ও বলবান জাতিদিগকে দূর করিয়াছেন। অদ্য পর্যন্ত তোমাদের সমুথে কেহ দাড়াইতে পারে না। তোমাদের এক জন অন্য সহসু জনকে তাড়ন করিয়া দূর করিবে ; তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের প্রতি আপন প্রতিজ্ঞানুসারে যুদ্ধ করবেন, অতএব তোমরা আপনাদের জন্যে অতি সাবধান হতীয় আপনাদের প্রভু পরমেশ্বরকে প্রেম কর। নতুবা তোমরা যদি কোন প্রকারে পরাবৃত্ত হও, ও তোমাদের মধ্যনিবাসি এই অবশিষ্ট জাতিদের সহিত মিলিত হইয়া যদি তাহদের সহিত বিবাহ কর, ও ডাহাদের নিকটে তোমাদের, ও তোমাদের নিকটে তাহাদের, সমাগম হয় ; তবে তোমাদের প্রভ পরমেশ্বর তোমাদের সমুখহইতে ঐ জাতিদিগকে আর দূর করবেন না, কিন্তু তাহার তোমাদের ফাঁদ ও জাল এব° কটির কণ্টক ও চক্ষুর কণ্টক স্বৰূপ হইবে, ইহা নিশ্চয় জ্ঞাত হও । এখন তোমরা পরমেশ্বরকে ভয় কর, এবণ সরল অন্তঃকরণে ও সত্যতাতে র্তাহার সেবা কয়, এব^ তোমাদের’পূৰ্ব্ব-পুরুষের মহানদীর ওপারে? ও মিসরে সে দেবগণের সেব। করিয়াছিল, তাহাদিগকে দূর করিয়া পরমেশ্বরের সেবা কর। যদি পরমেশ্বরের সেব করা তোমাদের মন্দ বোধ হয়, তবে কাহার সেবা করিব, তাহাকে মনোনীত কর ; কিন্তু