পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 86t দেখ তোমরা আমাকে যাহা ২ কহিল, তোমাদের সেই সমস্ত কথাতে আমি মনোযোগ করিয়া তোমাদের উপরে এক জনকে রাজা করিলাম । এই দেথ । রাজা তোমাদের অগ্রসর ইইতেছে, আমি বৃদ্ধ ও পকৃকেশ হইলাম, এব^ দেখ আমি বালক কালাবধি অদ্য পৰ্য্যন্ত তোমাদের অগ্রসর হইলাম। আমি যদি কাহারে গোরু কিম্ব গদভ লইয়া থাকি, কিম্বা কাহারে প্রতি অন্যায় করিয়া থাকি, বা কাহাকে ক্লেশ দিয়া থাকি, কিম্বা আপন চক্ষু অন্ধ করিতে কাহারে। হস্ত হইতে উৎকোচ লইয়া থাকি, তবে দেখ আমি এই স্থানে আছি, তোমরা পরমেশ্বরের ও র্তাহার অভিষিক্তের সাক্ষাতে ইহার সাক্ষ্য দেও, আমি তাহ। ফিরিয়া দিব। তাহার কহিল, আপনি আমাদের প্রতি অন্যায় কর নাই, ও আমাদিগকে ক্লেশ দেও নাই, ও কাহারে হস্তুহইতে কিছু গ্রহণ কর নাই। পরে সে তাহাদিগকে কহিল, তোমাদের কেশন দ্রব্য আমার হস্তে পাইল না, পরমেশ্বর ও তাহার অভিষিক্ত অদ্য সাক্ষী আছেন। তাহার উত্তর করিল সাক্ষী আছেন। পরে শিমূয়েল লোকদিগ্‌কে-কহিল তোমর এখন দাড়াও, আমি তোমাদের ও তোমাদের পূর্ক্সপুরুষদের প্রতি পরমেশ্বরের সমস্ত ধৰ্ম্মকমু বিষয়ে পরমেশ্বরের সাক্ষাতে তোমাদের সহিত বিবেচনা করিব। যাকুব মিসর দেশে আইলে তোমা দর পূৰ্ব্বপুরুষের পরমেশ্বরের কাছে প্রার্থনা করিল, তাহাতে যে মূষ ও হারোণ মিসরহইতে তোম । * পূৰ্ব্ব-•