পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y & Re ইস্রায়েল লোক সকল উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিল, ঐ পিলেষ্টায়দের দেশের সীমা পৰ্য্যন্ত পশ্চাৎ ধাবমান হইয়। মহাসমগ্রাম পূৰ্ব্বক তাহাদিগকে বিনষ্ট করিল। এই যুদ্ধে জয় প্রাপ্ত হইয়া প্রত্যাগমন সময়ে উত্তম অধম যুব বৃদ্ধ স্ত্রীপুরুষ প্রভৃতি সকল লোকের সহিত রাজা ঐ যুৱাবীর দেশরক্ষক দায়ুদের সঙ্গে সাক্ষাৎ করিবার নিমিত্তে বাহিরে আইল"। পরে সকল লোক দায়ুদের প্রশংসা করিলে, শেল রাজা ঈর্ষা প্রযুক্ত তাহ। শুনিতে অতিশয় বিরক্ত হইল, ইহাতে আত্মা শেীল রাজাতে আবির্ভূত হইলে, সে বারস্থার ঐ দেশ রক্ষক দায়ুদের প্রাণ বিনষ্ট করিতে চেষ্টা করিতে লাগিল, কিন্তু দায়ুদ আপনি সৎপথে থাকিয় স্বকাৰ্য সকল নিবাহ করাতে পরমেশ্বর তাহাতে সততই অধিষ্ঠিত থাকিলেন। তাহাতে সে দায়ূদ শৌলের অসৎকৌশল হইতে যে কেবল উদ্ধার পাইল এম২ নহে, কিন্তু যোনাথন নামক ঐ রাজার পুত্রের নিকটে ক্রমশঃ পিয়পাত্র হইতে লাগিল, শৌলের মরণের পর দায়ুদ পূৰ্ব্বে সে শিমুয়েল’ কৃত অভিষেকানুসারে রাজা হইলে, তাহার পুত্রের রাজ্যে অধিকারী হইবে না, যোনাথন নামক রাজপুত্র তাহ অগ্রে জানিয়াও অতুল্য মহত্ত্ব প্রযুক্ত দায়দের ভাৰি সৌভাগ্য বিষয়ের লোভী ও কাতর না হইয়। ইসায়েল ব^শ্বের ভবিষ্যৎ রাজার ন্যায় সম্মান করিতে লাগিল, এবণ বন্ধুতা ও প্রেমের দৃঢ় প্রমাণের নিমিত্ত আপনার অন্ত্ৰ শস্ত্র প্রভৃতি রাজ যোগ্য পরিচ্ছদ তাহাঁকে পরাইল, দায়ুদ শৌলের কন্য