পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৩ নৈবেদ্য সঙ্গে লইয়া উপহার সাক্ষাতে উপস্থিত হও, ও পবিত্র আদরেতে পরমেশ্বরকে প্রণাম কর। হে পৃথিবীস্থ লোক সকল তাহার সাক্ষাতে ভীত হও। তিনি এমন ৰূপে জগতের স্থিতি করিয়াছেন, যে সে কদাচ বিচলিত" হইবে না। অতএব স্বগীয় লোকের আনন্দ করুক ও পৃথিবীস্থ লোকের উল্লাসিত হউক। এবণ পরমেশ্বর রাজত্ব করেন, ইহা তাবৎ লোকের মধ্যে বলুক, পরমেশ্বরের প্রশংসা কর, কেননা তিনি মঙ্গল দাতা ও তাহার অনুগ্রহ, চিরস্থায়ী। এবণ এই কথা কহ, হে আমাদের প্রভো পরমেশ্বর আমরা যেন তোমার পবিত্র নামের ধন্যবাদ ও তোমার প্রশ৭সাতে শ্লাঘা করি, তন্নিমিত্তে আমাদিগকে ত্ৰাণ কর, ও অন্য দেশীয়দের মধ্যহইতে সমগ্রহ করিয়া উদ্ধার কর। ইস্লায়েলের প্রভু পরমেশ্বর আদ্যন্ত পৰ্য্যন্ত ধন্য হউন ; পরে সকল লোক কহিল এমনি হউক। এব^ তাহারা-পরমেশ্বরের ধন্যবাদ করিল। তৎপরে দায়ুদ পরমেশ্বরের নিয়ম সিন্ধুকের নিমিত্তে এক বৃহৎ মন্দির নিৰ্ম্মাণ করিতে মনস্থ করিলে, নাথন নামক ভবিষ্যদ্বক্তা ঈশ্বর কর্তৃক প্রেরিত হইয়। তাহার নিকটে আসিয়া কহিল, পরমেশ্বর কহিতেছেন, তুমি সম্পূর্ণায়ু হইয়। পিতৃ লোকদের নিকটে গত হইলে, আমি তোমার সন্তানহাত ভাবি বংশকে স্থাপিত করিব, ওঁ তাহার রাজ্য স্থির করিব। সে আমার নিমিত্তে এক মন্দির নিৰ্ম্মাণ করিবে, এবণও আমি তাহার রাজসি^হাসন চিরকাল স্থির করিব। এবণ আমি তাহার পিতৃ স্বরূপ হইব ও সে আমার পুত্রস্বরূপ হইবে। কিন্তু