পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3) এই জলপ্লাবন সৃষ্টির পরে ১৬৫৬ বৎসর এবং দ্বীপ্ত গ্রীষ্টের জন্মের পূৰ্ব্বে ২৩৪৮ বৎসর হইল। حس4$taيجيمس চতর্থ। రN নোহ ও বাবিল নামক গড়ের বৃত্তান্ত। এই রূপে পৃথিবী জলপ্লাবিত হইলে ১৫০ দিন পৰ্য্যন্ত জল থাকিল। পরে ঈশ্বর নোহকে ও তাহার সঙ্গী জাহাজ স্থিত পশ্বাদি তাবৎ প্রাণিকে স্মরণ করিয়া প্রবল বায়ু বহাইলেন, তাহাতে জল নিবৃত্ত হইল। পরে ক্রমে ২ জল বহিয়া ১৫০ দিনে হ্রাস পাইল ; এবং সপ্তম মাসের সপ্তদশ দিনে আর্মিনীয় দেশস্থ অরণরট নামক পৰ্ব্বতের উপরে জাহাজ লাগিয়া রহিল। ইহাতে সেখানে জাহাজ দশ মাস রহিলে পর, জল বহিয়া আল্লতর হইল কি না, তাহা জ্ঞাত হইবার নিমিত্তে নোহ বড় ব্যাকুল হইয়। জাহাজের বাতায়ন গুলিয়া একটি ডাড়কাককে উড়াইয়। দিল; কিন্তু সে পক্ষী ফিরে আইল না। সপ্তম দিবস পরে নোহ এক কপোতকে উড়াইয়া দিল, তাহাতে সে পাদাপণ করিবার স্থান ন পাইয়া জাহাজে পুনৰ্ব্বার প্রত্যাগমন করিল। অপর আর এক সপ্তাহ বিলম্বে, নোহ জাহাজ হই তে সেই কপোতকে উড়াইয়। দিল, তাহাতে সে চক্ষুদ্বার জিত বৃক্ষের এক পত্র ছিড়িয়া লইয়া সন্ধ্যাকালে তাহার নিকটে ফিরে আইল; এবং নোহ সন্তুষ্ট হইয় তাহাঙ্ক গ্রহণকরিল, কেননা তাহাতে পৃথিবীর যে জল হ্ৰাস হই, য়াছে এব^ ঈশ্বরের যে ক্রোধ নিবৃত্ত হইয়াছে এই পত্রই