পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५ ११. তাহার পরিবর্তে রাজত্ব করিতে লাগিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৯৬ বৎসর। এলিয় নামক ভবিষ্যদ্বক্তার অন্যান্য কার্য্যের মধ্যে, শেষ কাৰ্য্য এই বোধ হয়, কেননা ইহার পরে সে সশরীরে স্বর্গে গমন করিয়াছিল। সে ইলীশাকে সঙ্গে লইয়। স্বৰ্দ্দন নদীর পরপারে উপস্থিত হইল; পরে আপন গাত্রীয় বস্ত্ৰ দিয়া জলকে প্রহার করিলে, ঐ জল এদিকে ওদিকে বিভিন্ন হইল, তাহাতে তন্মধ্যস্থিত শুয়ু ভূমি দিয়া পার হইল, পার হইলে পর এলিয় ইলীশাকে কহিল, আমি তোমার নিকট হইতে নীত হওনের পূৰ্ব্বে তোমাল্ল নিমিত্তে কি করিব ? তাহ প্রার্থন কর, তাহাতে ইলৗশ প্রার্থনা করিল, তোমার আত্মার দুই অংশ আমাতে বত্ত্বক, এই আমার প্রার্থন। তাহার। যাইতেং এই ৰূপ কথা কহিতেছে, ইতিমধ্যে অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্ব আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবণ এলিয় ঘৃণা বায়ুদ্বারা স্বর্গে আরোহণ করিল। তথন ইলশ তাহ দেখিয়া, হে আমার পিতঃ ২ ইসায়েলের রথ ও তাহার অশ্ব ইই উচ্চৈঃস্বরে কহিল, কিন্তু তাহাকে আর দেখিতে পাইল না ; পরে সে আপন বস্ত্র ধরিয়া চিরিয়া দুইখান করিল। এবং এলিয় হইতে যে গাত্রীয় বস্ত্র পতিত হইল, তাহ সে লইল, এবং ফিরিয়া যদনের তীরে দাড়াইল। পরে সে ঐ বস্ত্ৰ লইয়। জল প্রহার করিল, তাহাতে ঐ জল এদিগে ওদিগে বিভিন্ন হইলে,লৈ পার হইয় গেল। তখন ফিরহে নিবালি ভৰিষ্যদ্বক্তৃগণের শিষ্যের সমুথে তাহ দেস্ক্রিয় কহিল,এল