পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షి ) పి ভবিষ্যদ্বক্তা এথানে আছে কি না? ইলাশ নামক ভৰিষ্যদ্বক্তা সেই স্থানে আছে ইহা রাজা শুনিতে পাইবা মাত্রে, লোকদ্বারা তাহাকে আহ্বানু করিল, তখন ইলীশা দেবপূজক রাজা যিহোরামকে কহিল, তোমার সহিত আমার সম্বন্ধ কি ? তুমি আপন পিতা মাতার ভবিষ্যদ্বক্তৃগণের নিকটে যাও, যিহুদার যিহসাফট রাজার কাছে আমার সমাদর না থাকিত, তবে আমি বখন তোমাকে দেথিতাম না, তাহাতে সে কহিল পরমেশ্বর এই রূপ কথা কহেন, এই উপত্যক থাতময়কর। পরমেশ্বর এই কথা কহেন, তোমরা বায়ু দেখিব না ও বৃষ্টি দেখিব না, কিন্তু তোমাদের ও তোমাদিগের পশু ও জন্তুদের পানার্থে এই উপত্যক জলেতে পরিপূর্ণ হইবে। ইহা পরমেশ্বরের দৃষ্টিতে অতি ক্ষুদ্র কথা; তিনি মোয়াবীয়দিগকে তোমার হস্তে সমপর্ণ করিবেন। পৰুে প্রাতঃকালে বলি উৎসর্গ করিবার সময়ে ইদোম দেশের পথ দিয়া জল আসিয়া দেশ পরিপূর্ণ কুরিল। অপর প্রত্যুমে মোয়াবৗয়ের উঠলে, সূর্য জলের উপরে চকমক করিল। তাহাতে, অন্য পারে রক্তের ন্যায় রাঙ্গণ জল দেখিল । তাছাতে তাহার কহিল ইহা রক্ত, অবশ্য রাজগণ হত হইয়াছে, তাহারা মারা মারি করিয়া মরিয়াছে, অতএব হে মোয়াবীয়েরা, তোমরা এখন লুঠ করিতে যাও। মোয়াবৗয়ের হঠাৎ লুঠ করিতে ধাবমান হইলে, ইয়ায়েল লোকে ঐ সকল ছিন্ন ভিন্ন দলৰুে আক্রমণ পূৰ্ব্বক দেশত্যাগী করিল । খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৯৫ বৎসর। U 2