পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६. २. ० ইলৗশ রাজগণ ও সৈন্যাধ্যক্ষকে যে কেবল অাশ্চর্য ক্রিয় দ্বারা রক্ষা করিল এমৎ নহে, কিন্তু দীন হীন ব্যক্তিদিগের পরিত্রাণুও করিয়াছিল। কোন সময়ে ঋণদাতা মহাজনের নিজ ঋণ পরিশোধ করণের নিমিত্তে এক অনাথার দুই বালককে ধরিতে উদ্যত হইলে পরে, সে বিধবা ইলশার নিকটে আ* পনার দুঃখ জানাইলে, ইলীশ তাহাকে জিজ্ঞাসিল । আমি তোমার নিমিত্তে কি করিব তাহা কহ, তোমার গৃহে কি আছে? সে কহিল এক পাত্র তৈল ব্যতিরেকে তোমার দাসীর গৃহে কিছুই নাই। তখন সে কহিল গৃহে যাও, আপন ভাবৎ প্রতিবাসির নিকটহইতে শূন্যপাত্র চাহিয়া আন, অল্প আনিও না, এব^ গৃহের ভিতরে যাইয়া তোমার ও তোমার পুত্রদের পশ্চাৎ দ্বার রুদ্ধ কর, এবণ তৈল সেই সকল পাত্রে ঢাল, তাহাতে য়েং পাত্র পূর্ণ হয় তাহ এক দিগে রাথ । পরে সে যাইয়া, ঈশ্বরের লোককে সমাচার দিল, তাহাতে সে কহিল তুমি যাইয়া তৈল বিক্রয় করিয়া 셋이 পরিশোধ কর, এবণ অবশিষ্টেতে তুমি ও তোমার পুত্ৰগণ প্রাণ ধারণ কর । - - ইলৗশ দেশ ভুমণকালে অনেকবার শূনেম নগর দিয়া গমন করিত, সেই নগর নিরাসিনী এক ধাৰ্ম্মিকু স্ত্রী নিজ পতির অভিমতানুসারে ঐ ভবিষ্যদ্বক্তার সেবার নিমিত্তে স্বগৃহে একটি কুঠরি শোভিত করিয়া বারম্বার তাহাকে বিশ্রামার্থ আতিথ্য করিত, এই রূপ শ্রদ্ধা দেখিয়া' তাহার পুরস্কারার্থে সে তাহার দাস গিহসির দ্বারা জিজ্ঞাসিল,