পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ २ 8 হাতে স্নান করিয়া শুচি হইতে পারিতাম না, এই রূপে ক্রোধ করিয়া ফিরিয়া গেল। পরে তাহার দাসের নিকটে আসিয়া তাহাকে কহিল, হৈ আমাদের পিতঃ ভবিষ্যদ্বক্তা যদি কোন মহৎ কৰ্ম্ম করিতে তোমাকে আজ্ঞা করিত, তবে তুমি কি তাহা করিত না? কিন্তু স্নান করিয়া শুচি হও এই আজ্ঞা দিলে,তুমি কি করিব না ? তখন সে যাইয়। ঈশ্বরের লোকের আজ্ঞানুসারে ষদন নদীতে সাতবার অবগাহন করিল, তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তাহার নূতন মা^স হইলে, সে গুচি হইল। . নামান এই রোগহইতে মুক্ত হইয়া কৃতজ্ঞতা পূৰ্ব্বক ইলীশার নিকটে আসিয়া পরমেশ্বরের ধন্যবাদ করতঃ কহিল, দেথ ইস্রায়েলের মধ্যব্যতিরেকে পৃথিবীতে সত্য ঈশ্বর নাই, ইহা এখন আমি জ্ঞাত হইলাম, অতএব বিনয় করি, আপন দাসের কিছু উপঢৌকন গ্রহণ কর। কিন্তু সে ভবিষ্যদ্বক্ত কহিল,আমি কিছু গ্রহণ করিব না, তাহাতে নামান তাহ গ্রহণ করিতে তাহাকে অনেক বিনয় করিলেও, সে অস্বীকার করিল। পরে নামান স্বদেশে প্রস্থান করিল, কিন্তু গিহসি আপনার প্রভু যে রূপ নিলোভী ও সত্য পরমেশ্বরের উপাসক ভক্ত ছিল, তাদৃশ স্বভাব যুক্ত ন হইয়া নামানের পশ্চাদামী হইল,এব^নান প্রকার মিথ্যাবাক্য দ্বার প্রতারণা করিয়া তাহার নিকটহইতে অনেক রূপার দ্রব্য ও বস্ত্রাদি সামগ্রী উপঢৌকন পাইল, পরে ক্ষে প্রবঞ্চন। দ্বায় প্রাপ্তধন গোপন করিয়া ফিরিয়া আসিয় আপনার প্রভুর অগ্রে দাড়াইল,তাহাতে ইলশায়