পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ २ १ জার এক অধ্যক্ষ এই কথায় বিশ্বাস মা করিয়া ভাচ্ছিল্য করিয়া কহিল; যদ্যপি পরমেশ্বর আকাশের দ্বার করেন, তথাপি তাহ! কি হইতে পারিৰে ? তাহাতে ভবিষ্যদ্বক্তা কহিল, তুমি আপন চক্ষুতে তাহ দেখিবা, কিন্তু কিছুই ভক্ষণ করিতে পারিব না। পরে সেই রাত্ৰিত্তে আরামীয়দের সৈন্যগণকে রথের ও অশ্বের শব্দ, অর্থাৎ মহা সৈন্যগণের শব্দ শ্রবণ করাইয়াছিল । তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া, মনে করিল, যে বোধ হয় শোমীরোণ নগর রক্ষা করিবার নিমিত্তে কোন সহকারী সৈন্য আসিতেছে, অতএব আপনাদের তাম্বু ও তন্মধ্যস্থ বস্তু সকল পরিত্যাগ করিয়া আপন আপন প্রাণ রক্ষার্থে পলায়ন করিল। প্রত্যুষে চারিজন কুষ্ঠ রোগী নগরের বাহিরে গিয়া শিবির শূন্য দেখিয়া বিহোরাম রাজাকে সমাচার, দিল, তাহাতে নগরস্থ লোক সকল ৰাহিরে গিয়া শিবির মধ্যে আহারাদি ও লুটিত দ্রব্য সকল পাইয়া, সে সকল আপনাদিগের নগরে আনিলে, ইলশার পূৰ্ব্বোক্ত নিয়মিত সময়ের মধ্যে নগরদ্বারে অনেক দ্রব্যাদি বিক্রয় হইতে লাগিল” পরে রাজা ঐ অবিশ্বাসী অধ্যক্ষকে দ্বার রক্ষা করিতে নিযুক্ত করিলে, লোকেরা তাহাকে দ্বারেতে দলিত করিল, ইহাতে সে অনেক খাদ্য দুর্য, কেবুল চক্ষুতে দেখিয়াতাহার রসাস্বাদন না করিয়া ঈশ্বরের লোকের কথানুসারে হত হইল। এই রূপে পরমেশ্বরের প্রত্যেক বাক্য সফল হইবে, এক মাত্রও নিস্কুল হইবে না, খ্ৰীষ্ট জন্মর পূৰ্ব্বে ৮৯২ বৎসর। , ইস্লারেলের মধ্যে এই ঘটনার সময়ে যিহসফেট