পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oፀog দেশকে আক্রমণ করিবার মানসে दश् সৈন্য একত্র করিল, এই কারণ একশত সAথ্যক কিঙ্কর নামক ৰূপা দিয়া ইসুয়েল দেশহইতে এক লক্ষ মহাবীর লোক আনিল, কিন্তু ঈশ্বরের এক লোক তাহার নিকটে আসিয়া কহিল, হে রাজন ইস্রায়েলের সেনাগণ তোমার সঙ্গে না যাউক। কেননা পরমেশ্বর ইস্রায়েল বলশের সহিত অণর নাই, তাহলতে অমৎসিয় তাহাকে কহিল, আমরা ইস্রায়েলের দলকে যে একশত রূপ দিয়াছি, তাহার নিমিত্তে কি করিব, সে উত্তর করিল, পরমেশ্বর তদপেক্ষ তোমাকে প্রচুর দিতে পারেন,তাহাতে অমথসিয় ইস্লায়েলের সৈন্যকে গৃহে ফিরিয়া যাইতে আজ্ঞা করিল, তাহারণ মহাক্রোধে প্রজ্বলিত হইয়া প্রত্যাগমন কালে তাহারা পথের মধ্যে যিহুদা দেশের নগর সকল লুঠ করিল, পরে অঁমৎসিয় আপন লোকদিগকে, বাহির করিয়া লইয়া ইদোমীয় বণশের দশসহস্ৰ লোককে প্রাণে নষ্ট করিল, এব^ লুঠ করিয়া অনেক ধন সমৃত্তি পাইল, পরে সে অনুচিত রূপে ইদোমীয় দেবগণকে অানিয় তাহাদিগকে ইষ্টদেব করুণার্থে স্থাপন করিয়া তাহাদের সমুথে প্রণাম করিল, ও তাহাদের উদেশে ধূপ জ্বালাইল, তাহাতে অমৎসিয়ের প্রতি পরমেশ্বরের ক্রোধ"প্রজ্বলিত হইলে, তিনি তাজার নিকটে এক ভৰি.ষ্যদ্বক্তাকে পাঠাইলেন, তাহাতে সে গিয়া কহিল এই লোকদের ষে দেবগণ তোমার হস্তুহইতে সেই সকল আপন লোকদিগকে উদ্ধার করিতে সমর্থ হইল না তাঁহাদের নিকৃটে কেন তুমি ফলের অন্বেষণ করিতেছ? সে এই