পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५ 8 s কথা কহিলে রাজা তাহাকে কহিল, ভূমি কি রাঙ্গমন্ত্রিপদে নিযুক্ত হইয়াছ, ক্ষান্ত হও, কেন প্ৰহারিত হইবা, তাহাতে ভবিষ্যদ্বক্তা ক্ষান্ত হইয়া কহিল, তুমি এই কৰ্ম্ম করিল,এব^ আমার মন্ত্রণ মানিলা না,ইহার্তে ঈশ্বর তোমাকে বিনষ্ট করিতে স্থির করিলেন,তাহ আমি নিশ্চয় জানিলাম। অমৎসিয় ইদোমীয় লোক সকলকে য়েলের যোয়াশ রাজার সঙ্গে যুদ্ধ করিতে প্রবৃত্ত হইলে, ইয়ায়েলের রাজা ষিরশালম নগরে আলিয় তাহার দুর্গ বিনষ্ট করিয়া তথাকার রাজা ঐ অমৎসিয়কে পরাজয় করিল। পরে তাহার রাজ্যকরণে ক্রমশঃ আখ্যাতি জন্মিলে,রাজ নিজ প্রজাদার বিনষ্ট হইল। ইহাতে তাহার পুত্র উর্ষীয় তাহার সি^হাসনাভিষিক্ত হইয় রাজত্ব করিতে লাগিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮১০ বৎসর। উষীয় ১৬ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করি- য়া পরমেশ্বরের সাক্ষাতে উত্তম আচরণ করিল,এব^ সে ভক্তিভাবে পরমেশ্বরের সেবাতে যাবৎ রত ছিল, তাবৎ তাহার আশীৰ্ব্বাদে • বিশিষ্ট সৌভাগ ভোগ করিতে লাগিল, এব^ পরমেশ্বর তাহার সহায় হইয় তাহার শতুগণের উপরে তাহাকে জয়ী করিলেন। কিন্তু সে বলস্বান হইলে, নিজ মনোবিনাশকগৰে গতি হুইল, কেননা লে আপন প্রভূ পরমেশ্বরের আজ্ঞা লঙ্কন করিল, অর্থাৎ সে এক দিৰন্স দম্ভপূৰ্ব্বক হারোণের ব^শজাত অধিকারি য়াজকের পরিবৰ্ত্তে ধূপবেদির উপরে ধূপ জ্বালাইতে পরমেশ্বরের মন্দিরে গেল,ইহাতে శF4 W. 2