পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কহিল, কাহার অপুরাধে আমাদের প্রতি এই বিপদ ঘটিতেছে, তাহ জানিবার জন্যে আইস আমরা গুলিবাট করি, পরে গুলিবাট করিলে, যুনসের নামে গুলি উঠিল। ইহাতে তাহারা তাহাকে কহিল, আমরা বিনয় করি, কাহার দোষে আমাদের প্রতি এই বিপদ ঘটিতেছে তাহা আমাদিগকে কহ, তাহাতে সে তাহাদিগকে কহিল আমি ইব্রীয় লোক, যিনি সমূদ্র ও শুষ্কৃভূমির সৃষ্টিকৰ্ত্ত। সেই স্বগীয় ঈশ্বর যিহোবাকে আমি ভয় করি। তখন তাহার অত্যন্ত ভীত হইল, এবণ সে পরমেশ্বরের সাক্ষাৎ হইতে পলাইতেছে, এ কথা তাহার মুখ হইতে জানিয়া • তাহাকে কহিল, তুমি কেন এমত কৰ্ম্ম করিলা ? তখন তাহারণ তাহাকে জিজ্ঞাসা করিল, সমুদ্রকে. নিথর করণার্থে উপায় কি? আমরা তোমাকে কি করিব? কেনন। সমুদ্রের তরঙ্গ উত্তরোত্তর প্রৰল হইতেছে। তখন সে তাহাদিগকে কহিল, আমাকে ধরিয়া সমুদ্রে নিক্ষেপ কর, তাহাতে ঝড় নিবৃত্ত হইবে,কেননা আমার দোষে তোমাদের উপরে এই মহা ঝড় উপস্থিত হইয়াছে, তাহ আমি জানি। তথাপি সেই লোকেরণ জাহাজ তটে লইয়। যাইবার জন্যে যত্নেতে দণ্ডক্ষেপণ করিল বটে,কিন্তু সমুদ্রের তরঙ্গ তাহাদের বিরুদ্ধে,উত্তরোক্তর প্রবল হইলে, তাহার। যাইতে পারিল না। অতএব, তাহারা পরমেশ্বরের উদেশে প্রার্থনা করিয়া কহিল হে যিহোৰাঃ আমরা বিনয় করিয়া প্রার্থনা করি, এই মানুষের প্রাণের নিমিত্তে আমাদিগকে বিনষ্ট করিও না, কেনন হে যিহোবা; তুমি আপন ইচ্ছামতে করিতেছ।