পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ¢* তাহাতে কতক প্রধান লোক আসিয়া যুদ্ধ হইতে প্রত্যাগত লোকদের সম্মুখে দাড়াইয় তাহাদিগকে কহিল, তোমরা বন্দী লোকদিগকে এখানে লইয়া আসিতে পাইৰ না, আমরা পরমেশ্বরের বিরুদ্ধে দোষ করিয়াছি এব^ তোমরা আমাদের অপরাধ ও দোষ আর ও অধিক বাড়াইতে মন্ত্ৰণ করিতেছ, আমাদের বড় দোষ হইয়াছে, ও ইস্রায়েলের প্রতি পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত অাছে। তাহাতে অস্ত্ৰধারী লোকেরা সেই সকল লুচিত বস্তু ও বন্দিগণকে আনিয়া মণ্ডলীর লোকদের হন্তে তাহাদের ইচ্ছানুসারে উহাদিগের প্রতি ব্যবহার" করিবার নিমিত্তে সমপণ করিল। পরে মণ্ডলীর অধ্যক্ষগণ বন্দীগণকে লইয় তাহাদের সকল অলঞ্জ বৃক্ষে লুতি বস্তু দ্বারা বস্ত্র পরিহিত ও অলঙ্কার ভূষিত করিল, ও তাহাদের পদে পাদুকা ছিল, এবং তাহাদিগকে ভোজন পান করিতে আজ্ঞ করিল,ও তাহাদের সাবদীয় লোক দুৰ্ব্বল ছিল, তাহাদিগকে গদভারোহণ করাষ্টয়। তাহাদের ভুাতৃগণের নিকটে তালবৃক্ষ নগরে অর্থাৎ ঘিরীহ নগরে লইয়া গেল, অমরীয় ও ইস্লায়েল লোক ব্যতীত আহস ও তাহার রাজ্যস্থ লোকের দেবপূজা ৰূপ পাপ বিষয়ে শাস্তি দিবার নিমিত্তে পরমেশ্বর অন্যান্য শতুগুণকে পাঠাইলেন তৎকালে ইদোমীয় লোক সুযোগ পাইয়া অমৎসিয়ের ক্রুর কম্মের নিমিত্তে যিহুদ রাজ্যের লোককে প্রতিফল দিতে লাগিলন এব°N আহস ঘিহুদ লোককে কুপথে লওয়াইয় পরমেশ্বরের বিরুদ্ধে অতিশয় পাপ করিল, তজ্জন্যে পরমেশ্বর যিহদার রাজ্য