পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ যে তাহার দুই জন ভিন্ন ২ জাতীয় আদি পুরুষ হইলে, কনিষ্ঠ পুত্র জ্যেষ্ঠ পুত্রের উপর কর্তৃত্ব করিবে, সে জ্যেষ্ঠ, রক্তবর্ণ এব° সৰ্ব্বাঙ্গ লোমশ ছিল, এই জন্যে তাহার নাম এমেী রাথিল, কনিষ্ঠের নাম যাকুব অর্থাৎ পদাপহারক। সেই দুই বালক বড় হইলে তাহদের স্বভাব ও চরিত্রের বিভিন্নতা প্রকাশ পাইল; এম্বেী মৃগয়াতে নিপুণ হইল,কিন্তু যাকুব অতিমৃদু এবণ তাম্ববাসী হইল। অতএব ইসহাক এষোঁকে ভাল বাসিত, কিন্তু রিস্কা যাকুরকে ভাল বাসিত। এক দিবস এষৌ ক্ষেত্রহইতে আসিয়া ক্লান্ত হইল, তৎকালে যাকুব ব্যঞ্জন পাক করিতেছিল, তাহাতে সে কহিল নিবেদন করি এই ব্যঞ্জন দ্বারা আর্মকে আপ্যায়িত কর, তখন স্বাকুব কহিল, আমার কাছে আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় না করিলে দিব না, এমৌ উত্তর করিল দেথ খন আমি মৃতকল্প জ্যেষ্টাধিকারে আমার কি ফল? এই ৰূপে এম্বেী জ্যেষ্ঠাধিকার তুচ্ছ জ্ঞান করিয়া কিঞ্চিৎ মসূরের দাইলের জন্যে স্বাকুরের নিকটে তাহ বিক্রয় করিল। অনন্তর ইসহাক বৃদ্ধ হইলে, -চক্ষু নিস্তেজ হওন প্রযুক্ত স্লষ্টরুপে দেখিতে পাইল না, সে এসেীকে ডাকিয় কহিল, ক্ষেত্রে যাইয়। আমার জন্যে মৃগ মাংস আন, তাহাতে আমি ভোজন করিয়া মৃত্যুর পূৰ্বেই তোমাকে আশীৰ্ব্বাদ করিব। ইসহাক মে ২ কথা কহিল, তাহ রিস্কা শুনিয়া আপন পুত্র যাকুবকে কহিল, “তুমি এখন পালে গিয়া তথাহইতে দুইটা উত্তম ছাগ বৎস আন, তাহাতে যাকুব ক্ষেত্রহইতে । ছাগ রৎস মাতার নিকটে আনিলে, তাহার পিত & রূপ &