পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'\రిలి পিত সে কথা মনে রাখিল। অপর তাহার ড্রাতৃগণ, কিঞ্চিদূরে পশুপাল চরাইতেছিল, পিতা তাহাদিগকে দেথিতে মূষফকে প্রেরণ করিল, পরে তাহাদের নিকটে যাওনের সময়ে তাহারণ দূরহইতে তাহাকে দেখিয়া বধ করিতে মন্ত্রখা করিল, কিন্তু রুৰুেণ তাহ শুনিয়া তাহাদের হস্তুহইতে বালককে রক্ষা করশার্থে কহিল; রক্তপাত না করিয়া উহাকে প্রাস্তরে এক গৰ্ত্তের মধ্যে ফেলিয় দেও। অতএব তাহার যুফের গাত্রবস্ত্র অর্থাৎ নানা বর্ণের বস্ত্রকাড়িয়া লইয়া তাহাকে এক গৰ্ত্তেফেলিয়। দিল। তৎকালে ইসমায়েলীয় বণিকের দৈবঘটনে সে পথ দিয়া মিসর দেশে গমন করিতেছিল। তাহতে যুফের নিষ্ঠুর ভুাতৃগণ সুযোগ পাইয় গৰ্ত্তহইতে তাহাকে তুলিয়া লইয়। ঐ বণিকদের কাছে বিক্রয় করিল। পরে বণিকেরা যুযুফকে মিসর দেশে লইয়া গিয়া পোটা ফর নামে ফিরেীণের রক্ষক সেনাপতির নিকটে বিক্রয় করিল। ইতোমধ্যে তাহার ড্রাতৃগণ যুষফের নানাবর্ণ” বস্ত্ৰ লইয়া ছাগ রক্তেতে ডুবাইলে পর আপনার পিতার নিকটে আনিয়া বঞ্চনাতে কহিল, এই রক্ত লিপ্ত বস্ত্র আমরা প্রান্তরে পাইয়াছি,এই তোমার পুত্রের বস্ত্র বটে কি না, তাহ দেখুন। যাকুৰ তৎক্ষণাৎ তাহ চিনিয়া · অনুমান পূল্বক কহিল, কোন হিমজুক জন্তু আমার প্রিয় , পুত্রকে থাইয় ফেলিল,তৰ্জ্জুন্যে যে আপন বস্ত্ৰ ছিড়িয়া এমৎ ব্যাকুল চিন্তু হইল, ষৈ সে কোন প্রবোধ মানিল না। সে সময় মিসরদেশে পরমেশ্বরের আশীৰ্ব্বাদে যুষষ্ণু কর্তৃক সমস্ত কৰ্ম্ম সফল হইল। তাহার কন্তু আপনি