পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ও কিরূপে বা আপনাদিগকে নির্দোষ করিব ? ঈশ্বর তোমার মাসদের দুষ্টত। প্রকাশ করিয়াছেন, দেখ আমরা, ও 'য়াহার কাছে ৰূপার বাটা পাওয়া গিয়াছে সেএই স্কন্ত্রে প্রভুর দাস হইলাম। বিনয়ামীনের প্রতি তাহাদের কেমন স্নেহ তাহাৰিলক্ষণরূপে জানিবার নিমিত্তে যুষফ কহিল, এমন কৰ্ম্ম আমাহইতে না হউক, যাহার কাছে বাটী পাওয়া গিয়াছে সে আমার দাস হইবে, কিন্তু তোমরা কুশলে পিতার নিকটে যাও। পরে যিহুদা নিকটে রণে ফুষফকে সকল বৃত্তান্ত জানাইয়া কহিল। দেথ যদি আমাদের পিতার অতি প্রিয় কনিষ্ঠ পুত্র বিনয়ামীম পাওয়া না যায়, তবে শোকেতে পাকাচুলে আমাদের সে পিতা পরলোকে গমন করিবে । অতএব নিবেদন করি এই যুবার পরিবৰ্ত্তে প্রভূর নিকটে আমি দাস হইয়। থাকি, কিন্তু এই যুবাকে ভুাতাদের সহিত বিদায় করুন। বোধ হয় এমত আশ্চৰ্য্য দৃঢ় ভুতৃিপ্রেম জগতে কখনও পাওয়া যায় নাই।পরে যুষফ আর ধৈর্য্যাবলম্বন করিতে ন পারিয়া আপন ভুতাদের গোচরে আপ্ত বৃত্তান্ত প্রচারপূৰ্ব্বক মিষ্টবাৰোতে কহিল, তোমরা যাহাকে মিসরদেশগামিদের কাছে বিক্রয় করিয়াছিল, তোমাদের সেই ভুতি আমি । কিন্তু এখন আপনাদের প্রতি বিরক্ত হইও না, কেননা প্রাণ রক্ষার্থে ঈশ্বর অনুগ্রহ কুরিয়া তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন, পরে যুষফ আপন ভুতি বিনয়ামীনের গলা ধরিয়া রোদন করিল, এব^ অন্য ভুতাদিগকেও চুম্বন করিল, তখন তাহার