পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8} ভুক্তৃিগণ তাহার সঙ্গে আলাপ করিতে লাগিল। তখন যুষফ আপন ড্রাতৃগণকে শকট ও বহুমূল্য উপঢৌকন দিয়া মিসরদেশে তাহার পিতা ইস্রায়েলকে সপরিবারে আনিতে প্রেরণ করিল, কিন্তু সেই সাধুৰ্যক্তি পরমেশ্বরের মনোরথ না জানিয়া এবN তাহার আশীৰ্ব্বাদ ন৷ পাইয় এমং ভারিক করিতে প্রবৃত্ত হইল না। অতএব সে পরমেশ্বরের উদেশে বলিদান উৎসর্গ করিলে, পরমেশ্বর কহিলেন, মিসরদেশে যাত্রা করিতে কোন সন্দেহ নাই, কেননা সে স্থানে তোমার ব^শ অতিশয় বৃদ্ধি পাইবে। আর উপযুক্ত লময় হইলে, সেই ৰণশ নিদিষ্ট কৈনানদেশ অধিকার করিবে, যাকুৰ এই কথাতে সন্তুষ্ট হইয় আপন প্রিয়পুত্রকে দেথিতে যাত্রা করিল। মূষফ পথি মধ্যে আপন পিতার দর্শন পাইয় তাহার গলা ধরিয়া রোদন করিল, অপ্লর ফিরৌণ রাজার নিকটে লইয়া গেলে, রাজাজ্ঞানুসারে রাজসভাহইতে কিঞ্চিদূরে যে গোলনদেশ ছিল, তাহাতে লে সপরিবারে বসতি করিয়া মেপিালকের কৰ্ম্ম করিতে লাগিলপ সেই স্থানে মিসরীয় দেবপূজকহইতে পৃথক হইয় তাহারা আনন্দে কালস্থাপন করিতে লাগিল। তদনন্তর ইস্লায়েল তাহার প্রিয়পুত্র যুষফের সহিত ১৭ বৎসর বাস করিয়া পীড়িত হইল, তাহার মৃত্যুকাল সন্নিকট হইলে, সে আপন পুত্রকে ডাকিয়৷ পরমেশ্বর যে তাহার বণশকে কৈনান দেশ দিতে স্বীকার করিয়াছেন, তাহ জানাইয়া বলিল, আমার মৃতদেহ লইয়া আমার পিতৃপুরুষ অব্ৰাহম ও ইসহাকের নিকটে E 3 o