পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 € - फ्रक्रम ! . , আয়ুবের বৃত্তান্ত । যীশু খ্রীষ্টেয় জন্মের পূৰ্ব্বে ১৫৫ বংফু। । তৎকালে আরাব দেশে উষ নামক এক স্থানে আযুৰ নামে সরল ও অকুটিল ও ঈশ্বর ভয়কারী ও কুক্রিয়। ত্যাগী এক জন ছিল । তাহার সাত পুত্র ও তিন কন্যা জন্মিল, ও তাহার অনেক ২ পশুপাল ছিল। ঐ আযুৰ জ্ঞাপনার পরিবারদিগকে ঈশ্বরের প্রতি ভক্তি ও সূআচরণ ও পরল্পর প্রেম করণার্থে সুশিক্ষা দিত। কিন্তু শয়তান ঈশ্বরের প্রতি যে আয়ুবের ভক্তি আহ। নষ্ট করণার্থে সৰ্ব্বশক্তিমান পরমেশ্বরের নিকটে গিয়া এই প্রার্থনা করিল। আয়ুবের ধন সমৃত্তি সকল হরণ করিতে আজ্ঞ করুন, তাহাতে আয়ূৰ দুৰ্গন্ত হইলে হঠাৎ পরমেশ্বরের নিন্দ করিবে, ইহ। আপনি জানিবেন। কিন্তু স্বদাসের দৃঢ় ভক্তি ও সরলতা জানিয়া এবণ যে জন ঈশ্বরেতে অনুগত হয়, তাহার প্রতি শয়তানের ঈর্ষ্য অনুচিত, ও নিরর্থক, তাহাই প্রকাশ করণপূৰ্ব্বক শয়তানের গৰ্ব্ব থৰ্ব্ব করিবার নিমিত্তে তাহাকে তাহার ইচ্ছানুসারে জুনুমুতি দিলেন। শয়তান এই আজ্ঞ, পাইয় আয়ুবকে বহুক্লেশ দিতে লাগিল, তজ্জন্যে অনুচরেরা পুনঃপুনঃ নানা স্থানহইতে আয়ুবের দুর্ঘটনার বিষয়ে সম্বাদ দিয়া কহিল। শত্ৰুগণ আসিয়া তোমার ধন সমুক্তি সকল হরণ করিয়াছে, ও তোমাব পশুপাল সকল বজায়াতে নষ্ট হইয়াছে, ও তোমার দাসদাসী সকল মরিয়া গিয়াছে, এব^ যে গৃহেতে তোমার পুত্র কন্যাগণ