পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

84 তাহাকে ভোগ করুক। কেননা এ অতি বড় অপরাধ ও বিচারকত্তাদের কাছে দণ্ডনীয় দোষ। আমার দাস কি দাসী আদশি করিলে, আমি যদি তাহীদের বিচার করিতে তাচ্ছল্য করিয়াখাকি, তবে ঈশ্বর উঠিলে আমি কি করিব? এবণ তিনি তত্ত্ব করিলে কি উত্তর দিৰ? যিনি গন্তের মধ্যে আমার সৃষ্টি করিয়াছেন, তিনিই কি তাহাদের সৃষ্টি করেন নাই?ও এক ঈশ্বর কি আমাদিগকে গন্তে সৃষ্টি করেন নাই? আমি যদি দরিদ্রদের প্রার্থিত বস্তুর বাধক হইয়া থাকি, * বিধবাদের মনোবাঞ্ছা সিদ্ধি না করিয়া থাকি, ও আমার খাদ্য যদি এক খাইয়। থাকি, এব^ পিতৃহীন লোক যদি তাহার কিছু থাইতে না পাইয়া থাকে, বরঞ্চ সে বাল্য কালাবধি পিতার নিকটের ন্যায় আমার নিকটে প্রতিপালিত হইত, এব^ আমি মাতৃগৰ্বহইতে ভূমিষ্ঠ হওনাবধি বিধবাদিগকে প্রতিপালন করিয়াছি। আমি যদি বস্ত্রীভাবে কাহাকে মরিতে দেখিয়া থাকি,ওদীনহীনকে উলঙ্গ দেখিলে তাহার কটিদেশ যদি আমার্কে আশীৰ্ব্বাদ না করিয়া থাকে, ও আমার মেষের লোমেতে উত্তপ্ত না হইয়া থাকে, এবN বিচার স্থানে আপন পরাক্রম জানিয়া যদি পিতৃহীনের বিপরীতে হাত তুলিয়া থাকি, তবে আমার স্কন্ধের অন্থি ভয় হউক, ও স্কন্ধের সৃদ্ধিহইতে হস্ত খসিয়া পড়ুক হইত, তাহার শাসন আমি সহ্য করিতে পরিতাম না। আমি যদি স্বর্ণে প্রত্যাশা করিয়া’থাকি, ও তুমি আমার, আশ্রয় এমত ক যদি সুবর্ণকে বলিয়া থাকি, এবণ