পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ లి আমি ফিরেীণের ও তাহার সকল সৈন্যের রথের ও -অশ্বারাগণের দ্বার সম্বুম প্রাপ্ত হইলে পর, আমিই যে পরমেশ্বর ইহা মিসরীয় লোকের জ্ঞাত হইবে। তখন ইস্রায়েল বলশের সৈন্যাগ্রে গমনকারি ঈশ্বরের দূত তাহাদের পশ্চাৎ ২ আইল, ও মেঘস্তম্ভ তাহাদের সমুখহইতে যাইয় তাহদের পশ্চাৎ দাড়াইল, সে মেঘস্তম্ভ মিসরীয় লোকদের ও ইসুয়েল বলশের উভয় শিবিরের মধ্যে থাকিল। তাহাতে সে তাহাদের প্রতি মেঘ ও অন্ধকার স্বরূপ হইল। কিন্তু রাত্রিতে ইয়ায়েল বণশকে আলোক করিল, এই নিমিত্তে সমস্ত রাত্রিতে এক দ্বল অন্য দলের উপরে আসিতে পারিল না। পরে মূসা সমুদ্রের উপরে আপন হন্ত বিস্থার করিলে, পরমেশ্বর সেই তাবৎ রাত্রি প্রবল পূৰ্ব্বীয় বায়ু বহাইয়া সমুদ্রকে ফিরাইলেন, ও সমুদ্রকে শুষ্ক করিলেন তাহাতে জল দুই ভাগ হইল। ইহাতে ইসুয়েল বংশ শুস্ক পথ দিয়া সমুদ্রের মধ্যে গেল। এব^ তাহীদের দক্ষির্মে ও বামে জল প্রাচীরস্বরূপ হইল। পরে মিসরীয়ের অর্থাৎ ফিরেীণের তাবৎ অশ্ব ও রথ এব৪১ অশ্বান্ধঢ় সকলে ধাবমান হইয় তাহাদের পশ্চাৎ ২ সমুদ্র মধ্যে প্রবেশ করিল। আর রাত্রির শেষ প্রহরে পরমেশ্বর অগ্নি ও মেঘস্তুম্ভের মধ্য দিয়া মিসরীয়দের সৈন্য অবলোকন পূৰ্ব্বক তাহাদিগকে ব্যাকুল করিলেন। এব০ তাহাদের রথের চাক গুলিলে,তাহারা অতি কষ্টে রথ চালাইল। তাহাতে মিসরীয় লেকের কহিল, আইস আমরা ইসুয়েল বণশহইতে পলায়ন করি, কেননা পরমেশ্বর মিসরীয়দের প্রতিকূলে তাহাদের পক্ষে যুদ্ধ করিতেছেন।