পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিতে ২ কোন মনুষ্যকে বধ করে, তবে সে বধ্য হইবে। ও অজ্ঞাতে বধকারী যে ২ নগরে পলাইয়া রক্ষা পাইতে ' পারে, এমত • আশ্রয় নগরে নিষ্কপণ করিব । তাহাতে বধকারী বিচারার্থে মণ্ডলীর সমুথে উপস্থিত হওনের পূৰ্ব্বে যেন না মরে, এই জন্যে প্রতিহন্তার হস্তহইতে তোমাদের সেই আশ্রয়নগর হইবে। এব^ তোমরা যে ২ নগর দিব তাহার মধ্যে তোমাদের আশ্রয়ের নিমিত্তে ছয় নগর হইবে। এব০ যে কেহ আপন প্রতিবাসির গাত্রে ক্ষতের চিহ্ন করে,তাহার কৃত কৰ্ম্মের ন্যায় তাহার প্রতি করা যাইবে । এব০ ঘদি কোন আপত্তি ঘটে,তবে তাহার প্রাণের পরিশোধে প্রাণ, ও চক্ষুর পরিশোধে চক্ষু, ও দন্তের পরিশোধে দন্ত, ও হস্তুের পরিশোধে হস্ত, ও চরণের পরিশোধে চরণ, ও দাহনের পরিশোধে দাহন,ও ক্ষতের পরিশোধে ক্ষত, ও প্রহারের পরিশোধে প্রহার দণ্ড হইবে। আর কেহ আপন দাস কিম্বা দাসীর চক্ষুতে আঘাত করিলে যদি তাহ নষ্ট হয়,তবে তাহার চক্ষু নাশের জন্যে তাহাকে মুক্তি দিতে হইবে। আর গরু কোন পুরুষ কিন্তু স্ত্রীকে শৃঙ্গাঘাত করিলে, সে যদি মরে তবে ঐ গরু প্রস্তুরদ্বারা হত হইবে। ঐ গরু পূৰ্ব্বে শৃঙ্গাঘাত করিলে, যদি তাহার স্বামিকে ইহার প্রমাণ দত্ত হয়, এবং সে তাহাকে বন্ধন না করাতে কোন পুরুষকে কিম্বা স্ত্রীকে বধ করে, তবে সে গরু হত হইবে । এবং তাছার স্বামীও হত হইবে। তুমি মনে ২ আপন ভুতাকে ঘৃণা করিও না। আর তুমি প্রতিহিংসা করিও না, ও দ্বেষ করিও না, বরণ প্রতি বাসীকে আত্ম