পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b е পরিধান করিল না। পরে মূসা আবাস লইয়া শিবিরের বাহিরে ও শিবির হইতে দূরে রাথিল, ও তাহার নাম মণ্ডলীয়আবাস রাথিল, ঐ আবাসের দ্বারে মেঘ: স্তম্ভ নামিয়া স্থাপিত থাকিল। পরে মূসা পরমেশ্বরকে কহিল, দেথ নাম দ্বারা আমি তোমাকে জানি, ও তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র ইহা কহিতেছ, ভাল যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র, হইয়া থাকি, বিনয় করি আমি যেন তোমাকে জানিতে পারি, ও তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই, এই জন্যে আমাকে আপন পথ জ্ঞাত করাও ; এবণ এই জাতিই যে কেবল তোমার লোক তাহা জ্ঞান কর, নচেৎ আমি ও তোমার লোকের তোমার দৃষ্টিতে তোমার অনুগ্রহের পাত্র ইহা কিসে জানা যাইবে, ইহাকি আমার দের সহিত তোমার গমনেতে নয়? তাহা হইলে আমি ও তোমার লোকের পৃথিবীস্থ তাবৎ লোকের মধ্যে বিশেষ লোক হইব। পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, এই যে কথা তুমি কহিলা, তাহ। আমি অবশ্য করিব' কেননা তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র, আমি নাম দ্বারা তোমাকে জানি। প্রভূ পরমেশ্বর ইহাতে সন্তুষ্ট হইয়। মূসাকে পূৰ্ব্বমত দুই প্রস্তুর খোদিত করিয়া সৗনয়পৰ্ব্বভের উপর আনিতে আজ্ঞা করিলেন। পরে মূসা প্রাতঃকালে উঠিয়া পরমেশ্বরের আজ্ঞানুসারে মনয় পৰ্ব্বতের উপরে গেল। তখন পরমেশ্বর মেঘে নামিয়। সে স্থানে তাহার সহিত দণ্ডায়মান ইইয়া পরমেশ্বরের নাম প্রচার করিলে, পরমেশ্বর তাহার সমুখ দিয়া গমৱ