পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 বলি দানের সময়ে ধূপ ধূনা গুগগুলু প্রভৃতি নানাবিধ সুগন্ধি দ্রব্য জ্বালাইত। । আবাসের চত্তষ্কপাশ্বে এক প্রাঙ্গন ছিল, উহা খোদিত স্তম্ভেতে, ও বহু মূল্য ব্যবধান বস্ত্রেতে বেষ্টিত হইল, ও তন্মঞ্চস্থ শূন্য স্থানে ও আবাস দ্বারের সমুথে হোম বলির জন্যে এক বৃহংবেদী নিৰ্ম্মিত ছিল, এব^ সেখানে এক বৃহৎ পিত্তলের প্রক্ষালনপাত্র ছিল। ঐ সকল প্রধান ২ বস্তু ভিন্ন প্রয়োজনীয় অন্যান্য অনেক উত্তম দুৰ্যও ছিল। সেখানে শুদ্ধ 'সুবর্ণময় বাটি ও ধূনাচি ছিল, যাজকতা পদকে সম্ভান্ত করিতে, ও তাহাদের মহিমার বৃদ্ধির নিমিত্তে, যাজকদের পরিচ্ছদ পরমেশ্বরের আজ্ঞানুসারে অসাধারণ রূপে বিহিত ছিল। তন্মধ্যে প্রধান যাজকের সব শ্রেষ্ঠ পরিচ্ছদ ছিল। পরিধেয় বস্ত্রের উপরে সুবর্ণ নিৰ্ম্মিত (এফোদ) নামক এক বস্ত্র থাকত, ঐ বস্ত্রের সম্মুখে চতুরসু দ্বাদশাজুল পরিমিত কিঞ্চিৎ স্থান শূন্য ছিল, তাহার মধ্যে স্বর্ণময়তক্তি ছিল, তাহা ইসুয়েলের দশ ব^শের নাম খোদিত দশথান বহুমূল্য প্রস্তুর দ্বারা খচিত ছিল। তাহাতে উরাম ও টুমিম নামক এমত দুই অভূত বস্তু ছিল, যাহাদ্বার কেবল প্রধান যাজকগণ পরমেশ্বরের আজ্ঞা জানাইতে পারিত। ঐ সকল প্রধান যাজকের মন্ত্রকেতে কাপাস সূত্র নিৰ্ম্মিত এক মুকুট ছিল, এবং তাম্বাদের কপাল দেশে (পরমেশ্বরের উদ্দেশে পবিত্রত) এই বাক্য খোদিত এক স্বর্ণ ময় কবচ থাকত। আবাসস্থিত সমুদয় দ্রব্য প্রস্তুত হইলে মিসর দেশ হইতে ইসুয়েল বলশের মুক্ত হইবার