পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ーケ ছিলেন, তাহ তাহার ভূলিল। তথন মূসা ও হারোণ পরমেশ্বরের সাক্ষাতে অধোমুখ হইয়া পড়িল, কিন্তু দ্বাদশচরের মধ্যে যিহোশূয় ও কালেব এই দুই ব্যক্তি লোকদের সান্তুনা করিবার নিমিত্তে তাহাদের ভয়ের প্রধান কারণ, ভুম বা অজ্ঞান, ইহা দেখাইয়া কহিল। পরমেশ্বর যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তবে তিনি আমাদিগকে অঙ্গীকৃতদেশে লইয়। যাইবেন, এব^ তাহ আমাদিগকে দান করিবেন, কিন্তু তোমরা কেবল পরমেশ্বরের বিরুদ্ধাচারী হইও না, ও সে দেশের লোকদিগকে ভয় করিও না। কিন্তু ইহাতে সকল লোকেই উহাদিগকে প্রস্তুরাঘাত করিতে কহিল। পরে পরমেশ্বরের মহিমা ত্বরায় প্রকাশ পাইলে পরে, তিনি মূসাকে কহিলেন, এই লোকের কতকাল আমাকে অবজ্ঞা করিবে, এব^ তাহাদের মধ্যে এই সকল আশ্চৰ্য্য ক্রিয় দেখাইলেও তাহারণ প্রত্যয় করিতে কত কাল বিলম্ব করিবে, আমি মহামারী দ্বারা তাহাদিগকে বধ করিব। তাহাতে মূসা পরমেশ্বরকে কহিল, যদি তুমি এই লোকদিগকে বিনষ্ট কর, তবে তোমার কীৰ্ত্তি কথা শ্রবণকারি লোকের এই কথা কহিবে, পরমেশ্বর এই লোকদিগকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সেইদেশে তাহাদিগকে লইয়। যাইতে পারিলেন না, এই জন্যে তিনি প্রান্তরে তাহাদিগকে বিনষ্ট করিলেন। এখন আমি এই নিবেদন করি, পরমেশ্বর চিরসহিষ্ণু ও দয়াতে পরিপূর্ণ, এবণ অধৰ্ম্মের ও আজ্ঞা লঞ্জনের ক্ষমাকারী কিন্তু সে সকলের দণ্ডদাত, এই ২