এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Y s যুগলাঙ্গুরীয় । পিতাকে অপ্রবৃত্ত দেখিয়া, আহলাদিত হউন বা না হউন, বিস্মিতা হইতেন। লোকে এত বয়স অবধি কঙ্কা অবিবাহিত রাখে না—রাখিলেও তাহার সম্বন্ধ করে। র্তাহার পিতা সে কথায় কর্ণ পৰ্য্যন্ত দেন না কেন ? একদিন অকস্মাৎ এ বিষয়ের কিছু সন্ধান পাইলেন। ধনদাস বাণিজ্যহেতু চীনদেশে নিৰ্ম্মিত একটা বিচিত্র কোঁটা পাইয়াছিলেন। কেটা অতি বৃহৎ— ধনদাসের পত্নী তাহাতে অলঙ্কার রাখিতেন । ধনদাস কতকগুলিন নূতন অলঙ্কার প্রস্তুত করিয়া পত্নীকে উপহার দিলেন। শ্রেষ্ঠিপত্নী পুরাতন অলঙ্কারগুলিন কোঁটাসমেত কন্যাকে দিলেন । অলঙ্কারগুলিন রাখা ঢাকা করিতে হিরন্ময়ী দেখিলেন, যে তাহাতে একখানি ছিন্ন লিপির অৰ্দ্ধাবশেষ রহিয়াছে। হিরন্ময়ী পড়িতে জানিতেন। তাহাতে প্রথমেই নিজের নাম দেখিতে পাইয় কৌতুহলাবিষ্ট হইলেন। পড়িয়া দেখিলেন, যে, যে অৰ্দ্ধাংশ আছে,