পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

स्रुंौङ्ग श्रद्भि:छ् । 》纜 বাধিলেন। হিরন্ময়ী কহিলেন, “একি পিতা ?” ধনদাস কহিলেন, “গুরুদেবের আজ্ঞা । তুমিও আমার আজ্ঞামত কাৰ্য্য কর। মন্ত্রগুলি মনে মনে বলিও ।” শুনিয়া হিরুগুয়ী কোন কথা কহিলেন না। ধনদাস দৃষ্টিহীন কন্যার হস্ত ধরিয়া সম্প্রদানের স্থানে লইয়া গেলেন। হিরন্ময়ী তথায় উপনীত হইয়া যদি কিছু দেখিতে পাইতেন, তাহা হইলে দেখিতেন, যে পাত্রও তাহার স্যায় আবৃতনয়ন । এইরূপে বিবাহ হইল। সে স্থানে গুরু পুরোহিত এবং কস্তাকর্তা ভিন্ন আর কেহ ছিল না । বর কন্যা কেহ কাহাকে দেখিলেন না। শুভদৃষ্টি হইল না। সম্প্রদানান্তে আনন্দস্বামী বরকন্যাকে কহিলেন, যে “তোমাদিগের বিবাহ হইল, কিন্তু তোমরা পরস্পরকে দেখিলে না । কস্যার কুমারী নাম ঘুচানই এই বিবাহের উদ্দেশ্য ; ইহজন্মে কখন তোমাদের পরস্পরের সাক্ষাৎ হইবে কি না বলিতে পারি না ! যদি হয়, তযে কেহ কাহাকে চিনিতে