পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুগলাঙ্গুরীয়। বাল্যকালে আমার প্রতিবাসী ছিলেন – তার বলিব কি ?” অম। শুধু প্রতিবাসী ? দেখ দেখি কি এনেছি! এই বলিয়া অমলা একটি কেটা বাহির করিল। কৌটা খুলিয় তাহার মধ্য হইতে অপূৰ্ব্বদর্শন, মহাপ্রভাযুক্ত, মহামূল্য হীরার হার বাহির করিয়া হিরন্ময়ীকে দেখাইল । শ্রেষ্ঠিকন্যা হীরা চিনিত— বিস্মিত হইয়া কহিল, “এ যে মহামূল্য—এ কোথায় পাইলে ?” অম। ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে। তুমি আমার গৃহে থাক শুনিয়া আমাকে ডাকিয়া পাঠাইয়া ইহা তোমাকে দিতে বলিয়াছে । হিরন্ময়ী ভাবিয়া দেখিল, এই হার গ্রহণ করিলে, চিরকাল জন্য দারিদ্র্য মোচন হয়। ধনদাসের আদরের কন্য। আর অন্নবস্ত্রের কষ্ট সহিভে পারিতেছিল না । অতএব হিরপুয়ী ক্ষণেক বিমনা হইল।পরে দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া কহিল, “অমল! তুমি বণিককে কহিও যে আমি ইহা গ্রহণ করিব না।”