পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । S ጳ অমলা বিস্মিত হইল । বলিল, “সে কি ? তুমি কি পাগল, না আমার কথায় বিশ্বাস করিতেছ 히 ?” হি। আমি তোমার কথায় বিশ্বাস করিতেছি --আর পাগলও নই। আমি উহা গ্রহণ করিব না । অমলা অনেক তিরস্কার করিতে লাগিল । হিরন্ময়ী কিছুতেই গ্রহণ করিলেন না। তখন অমল হার লইয়া রাজা মদনদেবের নিকটে গেল। রাজাকে প্রণাম করিয়া হার উপহার দিল। বলিল, “এ হার আপনাকে গ্রহণ করিতে হইবে । এ হার আপনারই যোগ্য।” রাজা হার লইয়া আমলাকে যথেষ্ট অর্থ দিলেন। হিরন্ময়ী ইহার কিছুই জানিল না । - ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিক হিরন্ময়ীর নিকটে আসিল । সে কহিল, “আমার প্রভু বলিয়া পাঠাইলেন যে, আপনি যে পর্ণকুটীরে বাস করেন ইহা তাহার সহ হয় না। আপনি তাহার বাল্যকালের সখী ; আপনার গৃহ