পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- f কথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমন। “গুরুদেবের আজ্ঞানুসারে আমি কালি হইতে অঙ্গুরীয়ট পরিতে পারি। কিন্তু পরিব কি ? পরিয়া আমার কি লাভ ? হয় ত স্বামী পাইব, কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই । অথবা চিরকালের জন্য কেনই বা পরের মূৰ্ত্তি মনে আঁকিয়া রাখি ! এ দুরন্ত হৃদয়কে শাসিত করাই উচিত। নহিলে ধৰ্ম্মে পতিত হইতেছি।”