পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ। מסי এমন সময়ে অমলা বিস্ময়বিহ্বলা হইয় আসিয়া কহিল, “কি সৰ্ব্বনাশ ! আমি কিছুই বুঝিতে পারিতেছি না। না জানি কি হইবে।” হি। কি হইয়াছে ? - অ। রাজপুরী হইতে তোমার জন্য শিবিকা লইয়া দাস দাসী আসিয়াছে। তোমাকে লইয়া যাইবে । হি। তুমি পাগল হইয়াছ। আমাকে রাজবাড়ী হইতে লইতে আসিবে কেন ? এমন সময়ে রাজদূতী আসিয়া প্রণাম করিল এবং কহিল যে “রাজাধিরাজ পরম ভট্টারক শ্ৰীমদনদেবের আজ্ঞ যে হিরন্ময়ী এই মুহুর্তেই শিবিকরোহণে রাজাবরোধে যাইবেন।” । হিরন্ময়ী বিস্মিতা হইলেন। কিন্তু অস্বীকার করিতে পারিলেন না। রাজাজ্ঞ অলঙঘ্য। বিশেষ রাজা মদনদেবের অবরোধে যাইতে কোন শঙ্কা নাই। রাজা পরমধাৰ্ম্মিক এবং জিতেন্দ্রিয় বলিয়া খ্যাত। তাহার প্রতাপে কোন রাজপুরুষও কোন