পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«ლ)8 যুগলাঙ্গুরীয়। রাজা কহিলেন, “কেন তোমাকে ডাকাইয়াছি তাহা শুন । তোমার বিবাহের কথা মনে পড়ে ?” হি। পড়ে। রাজা । সেই রাত্রে আনন্দস্বামী তোমাকে যে অঙ্গুরীয় দিয়াছিলেন, তাহা তোমার কাছে আছে ? হি। মহারাজ ! সে অঙ্গুরীয় আছে। কিন্তু সে সকল অতি গুহ বৃত্তান্ত, কি প্রকারে আপনি তাহা অবগত হইলেন ? রাজা তাহার কোন উত্তর না দিয়া কহিলেন, “সে অঙ্গুরীয় কোথায় আছে ? আমাকে দেখাও।” হিরন্ময়ী কহিলেন, “উহা আমি গৃহে রাখিয়৷ আসিয়াছি। পঞ্চ বৎসর পরিপূর্ণ হইতে আরও কয়েক দণ্ড বিলম্ব আছে—অতএব তাহা পরিতে আনন্দস্বামীর যে নিষেধ ছিল—তাহা এখনও আছে ।”