এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নবম পরিচ্ছেদ । - లిసి রাজা। তুমি সেই হার আমার নিকট বিক্রয় করিয়াছ। এই দেখ সেই হার। এই বলিয়া রাজাকোঁটার মধ্য হইতে হার বাহির করিয়া দেখাইলেন। হিরঞ্জয়ী হীরকহার চিনিতে পারিয়া বিস্মিতা হইলেন । কহিলেন, “আৰ্য্যপুত্র, এ হার কি আমি স্বয়ং আসিয়া আপনার কাছে বিক্রয় করিয়াছি ?” রা। না, তোমার দাসী বা দূতী অমল আসিয়া বিক্রয় করিয়াছে। তাহাকে ডাকাইব ? হিরন্ময়ীর অমর্যাম্বিত বদনমণ্ডলে একটু হাসি দেখা দিল। বলিলেন, “আৰ্য্যপুত্র! অপরাধ ক্ষমা করুন। অমলাকে ডাকাইতে হইবে না—আমি এ বিক্রয় স্বীকার করিতেছি।” এবার রাজা বিস্মিত হইলেন। বলিলেন, “স্ত্রীলোকের চরিত্র অভাবনীয়। তুমি পরের পত্নী হইয়। পুরন্দরের নিকট কেন এ হার গ্রহণ করিলে ?”