পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ । 8 * তোমার নিকট হার পাঠাই। তার পর অদ্য পঞ্চম বৎসর পূর্ণ হইবে জানিয়া, তোমার স্বামীকে ডাকাইয়া কহিলাম, তোমার বিবাহবৃত্তান্ত আমি সমুদার জানি। তোমার সেই অঙ্গুরীয়ট লইয়া একাদশ দণ্ড রাত্রের সময়ে আসিও । তোমার স্ত্রীর সহিত মিলন হইবে। তিনি কহিলেন যে, ‘মহারাজের আজ্ঞা শিরোধাৰ্য্য, কিন্তু বনিতার সহিত মিলনের आभांद्र ~श नॉ३ । न इशनई उॉल इग्न ' আমি কহিলাম, ‘আমার আজ্ঞ। তাহাতে তোমার স্বামী স্বীকৃত হইলেন, কিন্তু কহিলেন যে ‘আমার সেই বনিতা সচ্চরিত্রা কি দুশ্চরিত্রা তাহ আপনি জানেন। যদি দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করিতে আজ্ঞা করেন, তবে আপনাকে অধৰ্ম্ম স্পপশিবে ।” আমি উত্তর করিলাম, অঙ্গুরীয়টা দিয়া যাও। আমি তোমার স্ত্রীর চরিত্র পরীক্ষা করিয়া গ্রহণ করিতে বলিব।’ তিনি কহিলেন, ‘এ অঙ্গুরীয় অন্তকে বিশ্বাস করিয়া দিতাম না, কিন্তু আপনাকে অবিশ্বাস নাই ? আমি অঙ্গুরীয় লইয়। তোমার