পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| নবম পরিচ্ছেদ । 8xo ਗੈਥਾ পুরন্দরকে কহিলেন, “সুহৃৎ, হিরন্ময়ী তোমার যোগ্য পত্নী। অাদরে গৃহে লইয়া যাও। ইনি অদ্যাপি তোমার প্রতি পূর্ববং স্নেহময়ী। আমি দিবারাত্র ইহাকে প্রহরাতে রাখিয়াছিলাম, তাহাতে বিশেষ জানি ষে ইনি অনস্তামুরাগিণী । তোমার ইচ্ছাক্রমে উহার পরীক্ষা করিয়াছি, আমি উহার স্বামী বলিয়া পরিচয় দিয়াছিলাম, কিন্তু রাজ্যলোতেও হিরন্ময়ী লুব্ধ হইয়া তোমাকে ভুলেন মাই। আপনাকে ছিন্নায়ীর স্বামী বলিয়া পরিচিত করিয়া ইঙ্গিতে জানাইলাম যে, হিরঙ্গয়ীকে তোমার প্রতি অসৎ প্রণয়াসক্ত বলিয়া সন্দেহ করি। যদি হিরন্ময়ী তাহাতে দুঃখিত হইত, “আমি নির্দোষী, আমাকে গ্রহণ করুন' বলিয়া ক্ষাতত্ব হইত, তাহ হইলে বুঝিতাম যে হিরন্ময়ী তোমাকে ভুলিয়াছে। কিন্তু হিরন্ময়ী তাহা মা করিয়া বলিল, “মহারাজ আমি কুলটা ; আমাকে ত্যাগ ক্ষক্তন ' ছিৱঞ্জয়ি তোমার তখনকার মনের ভীম্ব আমি সকলই বুঝিয়াছিলাম। তুমি অস্ত স্বামীর সংসর্গ করিৰে Gł