পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ যুগলাঙ্গুরীয় । ছিল না । পুরন্দরের বয়স বা মনের ভাব সেরূপ নহে। পুরন্দর মণ্ডপবিলম্বিত লতা হইতে একটা পুঙ্গ ভাঙ্গিয়া লইয়া তাহা ছিন্ন করিতে করিতে বলিলেন, “আমি আর ডাকিব না। আমি দুরদেশে চলিলাম। তাই তোমাকে বলিয়া যাইতে আসিয়াছি।” হি। দূরদেশে ? কোথায় ? পু। সিংহলে । হি। সিংহলে ? সেকি ? কেন সিংহলে যাইবে ? পু। কেন যাইব ? আমরা শ্রেষ্ঠী-বাণিজ্যাৰ্থ যাইয। বলিতে বলিতে পুরন্দরের চক্ষু ছল ছল করিয়া আসিল । হিরন্ময়ী বিমনা হইলেন । কোন কথা কহিলেন না, অনিমেষলোচনে সন্মুখবর্তী সাগরতরঙ্গে সূৰ্য্যকিরণের ক্রীড়া দেখিতে লাগিলেন। প্রাতঃকাল, মৃদুপবন বহিতেছে,—মৃদুপবনোখিত অতুঙ্গতরঙ্গে বালারুণরশ্মি আরোহণ করিয়া কঁাপিতেছে—সাগরজলে তাহার অনন্ত উজ্জ্বল রেখা