পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশঃ সগঃ ! সুখাদিভোগের দুঃখরূপত্ব, ও বিষয়াদির, মিথ্যাৎ, এবং সম্পদাদির অনৰ্থত্ব, ইত্যাদি এই দ্বাদশ সর্গের মুখবন্ধ শ্লোকে টীকাকার বর্ণন করিতেছেন , বিশ্বামিত্র ঋষির বাক্য শ্রবণানন্তর স্ত্রীরামচন্দ্র যেরূপ উত্ত্বর প্রদান করিলেন, তদৰ্থে বাল্মীকি ঋষি কহিতেছেন । বথা –(ইতীতি ) ৷ শ্ৰীবাল্মীকিরুবাচ। ইতিপৃষ্টোমুনীন্দ্রৈণ সমাশ্বাস্ত চ রাঘবঃ। উবাচবচনং চারুপরিপূর্ণার্থমন্থরং। ১ । ভৌগণনাং দুঃখরূপত্বং বিষয়দেবমত্যত সম্পদামপানর্থত্বমিভগদত্রেীপবর্ণ্যতে l সমাশ্বাস্তসম্যগাশ্বাসং প্রাপ্যপরিপূর্ণার্থগৌরবাদিবমস্থরং মন্দ প্রবৃত্তং অতএব চারুঃ ১ II অস্যার্থঃ । ভরদ্বাজকে-সম্বোধন করিয়া বাল্মীকি ঋষি কহিতেছেন, হে বৎস ভরদ্বজ । মুনিবর বিশ্বামিত্র সম্যক প্রকারে আশ্বাস করতঃ প্রশ্ন জিজ্ঞাসা করিলে পর, রঘুনাথ তুৎকর্তৃক আশ্বাসিত ও পৃষ্ট হইয়া অতুি মনোহর এবং পরিপূর্ণ অর্থ সংযুক্ত গুরুতর বাক্য মৃদুস্বরে কহিতে লাগিলেন । ১ । ঐরামউবাচ । ভগবন ভূবতাপৃষ্টে যথাবদখিলং মুনে। কথয়াম্যহমজ্ঞোপি কোলঙঘয়তি সদ্বচঃ । ২ । কোলজয়ভীতিতথাচভবদাজ্ঞাপরিপালনায় বদমিনতুধর্যোণেতিভাবঃ। ২। অস্যার্থঃ । o শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রকে সামুনয় বাক্যে কহিতেছেন, হে ভগবনু আমি যদিও সম্যক বিষয়ে অজ্ঞ, তথাপি তোমা কর্তৃক পৃষ্ট হইয় যথাবৎ সমস্ত বৃত্তাত্ত নিবেদন করিতেছি, যেহেতু অলংঘ্য সাধুদিগের রাকাকে কে লংঘন করিতে শক্ত হয় । ২।