১৯২ যোগবাশিষ্ঠ । অসদেববয়ং কষ্টং বিক্লষ্টমৃঢ়বুদ্ধয়ঃ । মৃগতৃষ্ণান্তসাদূরে বনে মুগ্ধ মৃগাইব ॥ ১১ ॥ তঃপরিশেষাদ ভ্ৰান্তিরেবেয়মিতিদশয়তি অসদেবেতি সংসারেস্থখতৎসাধনಧ್ಧಿ! কষ্টং যথাসাত্তিথাবিকৃ&আকৃষ্টাঃ দাষ্টন্তিকেমৃগতৃষ্ণাস্তুসদৃশ্যেষ্ণু সুখাশয়েতিগম্যতেমুগ্ধযুগামৃঢ় হরিণাঃ ॥ ১১ ॥ অস্যার্থঃ । হে প্রভো , স্মেন মিথ্য মরীচিক অর্থাৎ মৃগতৃষ্ণ, তদর্শনে জলভ্রমে তৃষ্ণাতুর হরিণগণ দূরবনে ধাবমান হইয়া অ'ক্ৰম্ভি হয়, তদ্রুপ মুঢ়বুদ্ধিজনগণের অসত্য জগতসুখপ্রত্যাশায়নিয়ত সংসারগহনে ভ্ৰাম্যমানু হইয়া আক্রাস্ত হইতেছে। ১১ ॥ তাৎপৰ্য্য —হে মহাত্মনু ! আমির অসত্য সংসারে অসত্য সুখলেভে আকৃষ্ট হইয় পুনঃ পুনঃ নিরর্থ কষ্ট্ৰভোগ করিতেছি এই মাত্র সুখ জানিবেন । ১১ ৷৷ নকেনচিচ্চবিত্রীত বিক্রীতাইব সংস্থিতাঃ। ধনমূঢ়াবয়ং সৰ্ব্বেজনানা অপিশাম্বরং । ১২ । স্থিতঃপরবশাইভ্যর্থঃ জানানাঅভিজ্ঞং মন্য।অপিবয়ং মুঢ়াএবশাম্বরং শংবর সম্বন্ধিমায়েয়মিতিভাবঃ ॥ 12 ॥ অস্যার্থঃ । হে মুনে । আমাদিগকে সংসারে কেহই বিক্রয় করে নাই, তথাপি আমরা যেন বিক্রীত ন্যায় রহিয়াছি, আমরা সকলে সৰ্ব্বত্রে জ্ঞানী বলিয়া অভিমান করিয়া থাকি, তথাপি আমরা শম্বরকৃত মায়ারন্যায় ভগবন্মায়ায় ধনমূঢ় হইতেছি। ১২ ৷ তাৎপর্যা –হে প্রভো ! দেখুন সংসারে আমরা এরূপ বদ্ধ হইয়াছি, যে কোন মতে তাহাতে প্রচলিত হইতে আর পারি না, আমরা ধনী মানী বিচক্ষণ জ্ঞানী এই সংসারের সংপূর্ণ কৰ্ত্ত বলিয়া নিতান্ত অভিমানী হই, কিন্তু দারাপত্য বন্ধু বান্ধব কুটুম্বপ্রভূতি পরিবারজনের নিকট নিয়তই দাসবহু রহিয়াছি, অর্থাৎ তাহার যখনষাহ আজ্ঞা করে ক্রীতদাসের ন্যায় তাহ তখনই সম্পন্ন করিতেছি, অর্থাৎ এ সকলসংসারনাট্য মিথ্যা জানিয়াও মায়া সম্বরণ হয় না । ইতিভাবঃ।। ১২। কিমেতেষু প্রপঞ্চেযু ভোগনাম সুদুৰ্ভগঃ। সুধৈবহিবয়ং মোহাৎ সংস্থিত বদ্ধভাবনাঃ ।। ১৩ । । ভোগৰিষয়মুখলবাঃ কিংনামদৃষ্টনষ্টেস্বভারত্বাং দুরন্তদুঃখীজত্বাদেীর্ভাগ্যরূপ।
পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/১৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।