পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । Rృసె যত্ন করিলেও রাখিতে পারা যায় না, এতাদৃক অসীরতম পরমায়ু প্রাপ্ত জীব আত্ম বিনাশ দেখিয়াও দেখে না, নিরর্থ স্বাহঙ্কার প্রমত্ততাতে বিমুগ্ধ, অকাৰ্য্যকে কাৰ্য্য বলিয়া ব্যর্থ-কৰ্ম্ম সাধনে ব্যগ্র চিত্ত হইয়া,ঐ স্বল্পকালকে ক্ষেপ করতঃ অকৃতার্থে কলেবরোপন্যাস করিতেছে, ভগবন্ধুদ্দেশে তত্ত্বজ্ঞার্মানুসন্ধান ক্ষণমাত্রও করে ন; }৷ ১ ৷৷ বিষয়ারূঢ় জীবের পরমায়ু যে অকৃতার্থে ক্ষয় হইতেছে, তদৰ্থে কহিতেছেন। যথা - বিষয়াশীরিষেতি ) ৷ * বিষয়াশীবিষাসঙ্গ পরিজর্জরচেতসাং । অপ্রৌঢ়াত্মবিবেকান মায়ুরায়াস কারণং ], ১ । বিষয়লক্ষণৈঃ সপৈরাসঙ্গেনসৰ্ব্বতঃ শিথিলিতচিন্তানাং নবিদাভেপ্রৌঢআত্মনি বিবেকোযেষাং পুরুযtণtং ।। ১ । হাস্যার্থঃ { - - * .* 1 Ꮠí كبي হে সঁপে নিরস্তুর : বিষয়ম্বরূপ বিষধর সংসর্গে জীবের চিত্ত জর্জীভূত হই

  • e SkS BB BBBBB BBBB BBBBBBB BB BS SBBB BBB BB BBBS

o পরমায়ু কুবল তাঙ্গর আয়াম্বের নিমিত্তই হয় ৷ ২ ৷৷ তাৎপৰ্য্য-—বিষয়পদে দারাপত্য মুহৎ ধন রাজ্যাদি, এসকল তীক্ষু দুষধর ংলা হয় ইহাদিগের সংসর্গে থাকায়, নিরন্তর ভূজঙ্গ ন্যায় ইহার দংশন করিতে থাকে, সেই বিষে জর্জরীভূত চিত্ত হয়, কান সময়েই স্বাস্থ্য লাভ হয় না, ইছার মৈথ কেবল বৈরাগী, তাহা ভ্ৰমেও সেবন করে না. নিৰ্ব্বেক অন্ধতম কাপুরুষেয় পুণঃ পুনঃ ঐ সপবং পরিজন ভরণ পোষণা সমস্ত সময়কে পরিশ্রম দ্বারা অতিপতি করিতেছে, স্বতরাং তা হাদিগের জীবন ধারণ কেবল পরিশ্রমের নিমিত্তই হয় । ২ ৷৷ - - ----- س ----- ہے لیے বিষয় শব্দে झार्झनि পরিজন, ইহারাই যে সপক্লপে পুরুষের কলেবরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে, তাহ শাস্ত্রান্তরেও প্রমাণ রহিয়াছে। যথা । “ যুঃসার সাগর মতীৰ গভীর ঘোরং দারাদি সৰ্প পরিবেষ্টিত চেষ্টিভঙ্গি। ইত্যাদি ” সংসাররূপ৮সাগর অতিশয় গভীর ও অত্যন্ত ভয়ঙ্কর, তাই সন্তরণের উপায় নাই, যেহেতু পুরুষের ভার্য পুত্রাদিসকল পরিবার সর্পবৎ অঙ্গ প্রত্যঙ্গকে পরিবেষ্টন করির রহিয়াছে। সুতরাং এ সকল পরিত্যাগ না করিলে জীবের সমূদ্র নিস্তার হইতে কোনদণ্ডেই পারে না।