২২২ যোগবশিষ্ঠ । গ্রীরামচন্দ্র পৌনঃ পুন্যে পরমায়ুর অস্থিরতার झूटेड দিতেছেন, তদৰ্থে ব্যাখ্যাত হইয়াছে। যথা –(তরঙ্গেতি ) ৷ তরঙ্গপ্রতিবিম্বেন্দুং তড়িৎপুঞ্জং নভোয়ুজং। গ্রহীতুমাস্থ্যং বধ্নামি নত্বায়ুমি হতস্থিতে ॥ ৭ । হতস্থিতৌ অস্থিরে ॥ ৭ অস্যার্থঃ । হে ব্ৰহ্মনু ! জল তরঙ্গ মধ্যে প্রতিবিম্বিতচন্দ্রকে, ও বারিদ মধ্যে তড়িৎ পুঞ্জকে, অভ্যস্ত আলীফ গগণকমলকে বরং গ্রহণ করিতে কখন বিশ্বাস হয়, কিন্তু গুচিরস্থায়ী স্বচঞ্চল পরমায়ু গ্রহণে বিশ্বাস করিতে পারা যায় না, যেহেতু ক্ষণমাত্রে অদৃষ্ট হইয়া যায় ৷ ৭ ৷ fr w ‘আয়ুরক্ষণ যত্ন প্রতি অশ্বতরীর গর্ধারণের উদাহরণ দিয়া কহিতেছেন । তদৰ্থে শ্লোক উক্ত হইয়াছে। যথl (অবিশ্রাস্তেতি ) ৷ অবিশ্রান্তমনা শুন্যামায়ুরাতত মীহতে । দুঃখtয়ৈব বিমুঢ়ান্তর্গর্ভ মশ্বতরী যথা ৷৷ ৮ ৷৷
BBBBBBB BBBBBBBBBBBBBBBBBBBBBBBB BBBB S JS অসাৰ্থঃ | হে মুনির । অশ্বতরী যেমন আত্ম মরণের কারণ গৰ্ত্ত ধারণ করে, অর্থাৎ অশ্বতী যেমন গৰু ধারণ কালে সমক গৰ্ত্ত বস্ত্রণ ভোগ করে, প্রসবকালে উদরস্থ সন্তান উদর বিদারণ করিয়া নির্গত হয়, অতএব ঐ গৰ্ত্ত তাহার দুঃখ ও মৃত্যুর নিমিত্ত হয়। তদ্রুপ বিমূঢবুদ্ধি ব্যক্তি সকলে অস্থির অত্যন্ত অলীক পরমায়ুর ইয়ভ বিস্তার করিবার নিমিত্ত যে চেষ্টা করে, সে কেবল তাহাদিগের আপনার দুঃখের কারণ মাত্র श्म्न || ४ । তাৎপৰ্য্য —অশ্ব হইতে গর্দভীতে উৎপন্ন অশ্বতন্ত্রী তাহার গৰ্ত্ত ধারণে দুঃখ, নিগমে মৃত্যু, তদ্রুপ পরমায়ু রক্ষার্থ যত্ন করিতে হইলে অনেক নিয়ম গ্রহণ ও ঔষধি সেবন জন্য নানা প্রকার দুঃখ, পরিণামে ঐ অস্থির অলীক পরমায়ুর পরিক্ষয়ে মৃত্যু হয়, অতএব মুদ্রতম লোকেরাই এবস্তুত পরমায়ুকে বিশ্বাসু করে ॥৮।