পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । ২৩৩ অস্যার্থঃ । । ছে ঋর্ষিবর রৌশিক ! যামিনীযোগে কিরাত অর্থাৎ .ব্যাধগণের যেমন জাল বিস্তার করত মুগ্ধ মৃগাদিকে আবদ্ধ করে, সেইরূপ অহঙ্কারও সংসারস্বরূপ রজনীতে জীবের হৃদয়ে মনোমোহিনী মায়াজাল বিস্তার করিয়া একান্ত মুগ্ধ প্রায় মানবগণকে আবদ্ধ করিতেছে । ৫ ৷৷ © অনস্তর অহঙ্কার হইতে যেরূপ আপদ সকল উৎপন্ন হয়, তাহার দৃষ্টান্ত দিয়া কহিতেছেন। যথা—( ষানীভি ) । ষানিছুঃখানি দীর্ঘানি বিষয়ানি মহান্তি চ . অহঙ্কারাৎ প্রস্থতানিতান্যগাঁৎ খদিরাইব ॥ ৬। বিষমণনিগুরুতরাণি অগাঁৎপৰ্ব্বতাৎ খদিরাক্কক্ষ বিশেষঃ ॥ ৬ । e অস্যার্থঃ । হে বেশিক ! যেমন পৰ্ব্বতাদি স্থাবর হইতে কষ্টদায়ক কণ্ঠকী খদির বৃক্ষ সকল উৎপন্ন হইয়া থাকে, ভদ্রুপ অহঙ্কার হইতে দীর্ঘতম, অতি বিষম; মহাকণ্ঠ দায়ক দুঃখ সকল উৎপন্ন হইতুেছে ৷ ৬ ৷৷ अनष्ठद्वै সছুপঘাতক অন্ধকারের স্বরূপ বর্ণনা করিয়া রাম বিশ্বামিত্ৰকে কহিতেtছন । তদৰ্থে উক্ত হইয়াছে ৷ যথা— শমেলুরিতি) । শমেন্দুসৈংহিকেয়াখ্য গুণপদ্মহিমাশনিং। সাম্যমেঘশরৎকাল তুঙ্কার ত্যজাম্যহং ৭। সৈংহিকেয়ঃৰাহুঃ হিমাশনিরিবেতুপসিতসমাসঃ সাম্যং সমদৰ্শিতাসএৰসৰ্ব্বভূতেষু দয়াৰর্ষিস্থান্মেষ৷৷ ৭ ৷ • অস্যার্থঃ । হে ঋষিবর বিশ্বামিত্র ! ষে অহঙ্কায় অতি তেজস্বী, শমরূপ চক্সের প্রতি রছি স্বরূপ, গুণরূপ পয়ের প্রতি চন্দ্র স্বরূপ, সমতারূপ মেঘের প্রতি শরৎকাল স্বরূপ, সেই অহঙ্কারকে আমি ত্যাগ করিতে ইচ্ছা করি ৷ ৭ ৷৷ - so * তাৎপৰ্য্য —এই অহঙ্কার অর্থাৎ অভিমান, অতি অনুপকারী, জগদানন্দন শশধর মর্দন রাহু যেমন কষ্টদায়ক,সেইরূপ জিতেন্দ্রিয় ব্যক্তির অন্তরে কষ্টদায়ক f a. Th o