পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । ミ8○ অভএব অখণ্ড সুখলোভি মুমুকুদিগের সাধুসেবা করা অবশ্য ফর্তব্য, অর্থাৎ সাধুসঙ্গ বিনা পরিশুদ্ধ সুখলাভ কখনই হইতে পারে না, কাম, ক্রোধ, মদ, মাৎসর্ধ্যাদি অহঙ্কার পরিবারের বশে থাকিলে নিরন্তর চিভের অস্থিরতা প্রযুক্ত চিত্তজর্জরী ভূত হয়, অর্থাৎ চিত্ত শৈথিলা জন্য পুরুষাৰ্থ সুধিনে অপটুতা জন্মে, কেননা, কামাদি প্রবাহ বায়ুর মধ্যে ময়ুরপুচ্ছের অগ্রভাগ ন্যায় চিত্ত নিয়ত দোলায়মান হয়, সুতরাং তত্তদোষে চপল স্বভাব হয়, যেহেতু মনও প্রাণবায়ুর অধীন, প্রাণ বৈক্লব্যে চিত্তেরও বিকলতা জন্মিয় থাকে। ১ । অনন্তর কামাদি পুর্ভিহেতু কুকুরের সহিত জীবের দৃষ্টান্ত দিয়া গ্রীরাম মহৰ্ষিকে কহিতেছেন। যথা –(ইতশ্চেতশ্চেতি ) ইতশ্চেতশ্চক্ষুব্যগ্ৰং ব্যর্থমেবাভিধাবতি | দূরাদুরতরং দীনে গ্রামেকৌলেয়কোযথা । ২ ॥ তদেহৃষ্টান্তং দর্শয়তিইতশ্চেতিযুক্তাযুক্ত বিমর্শমন্তরেণেভ্যর্থঃ । সুব্যগ্রম ভিব্যাকুলংকাপিস্বপূৰ্ত্তিহেত্বলাভার্দীনং কোলেয়ঃ সংরমেয়ঃ ॥ ২ ॥ অস্যার্থঃ । ছে ঋষিশার্দু ! গ্রামবাসি কুকুর" যেমন স্বদেহ ও স্বৌদর পরিপুর্ণার্থ নিরস্তর ব্যর্থ চেষ্টা-র হইতে দূরতরে গমনাগমন করিয়া ব্যাকুলিত হয়, এবং আপন হইতে হীনকে দেখিয় তাহার প্রতি ধাবমান হয়, তদ্রপ কামাদিতে আসক্ত জীব সৰ্ব্বদা বাগ্রভাবে অস্থিরতায় থাকে এবং ধনাদিহীন ব্যক্তিরপ্রতিও আক্রোশ করিয়া ধাবমান হইয়া থাকে ৷ ২ ৷৷ অহঙ্কারিগণু সর্বদাই আশপাশে বন্ত্রিত থাকে, তদৰ্থে করম্ভিক অর্থাৎ চুৰড়িতে জল পুরণের দৃষ্টান্ত দিয়া গ্রীরাম বিশ্বামিত্রকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যথা –(অপ্রাপ্লোভীতি ) ৷ ন প্রাপ্রেতিক্কচিৎ কিঞ্চিৎ প্রাগুৈরপি মহাধনৈঃ। নান্তঃসংপূর্ণতা মেতিকরওকইবায়ুভি ॥ ৩ ॥ বংশবিত্রদি শলাকারচিত্তবস্ত্রণদ্যাধানপত্রিবিশেষঃ করওক: ॥ ৩ ॥