পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ | ২৬৭ সংসার চক্রে আরূঢ় হইয়া জীব নিয়ত ভ্রমণ করিতেছে, যতদিন আশাত্যাগ না হুইৰে, ততদিন কোন ক্রমেই নিশ্চিত্ত হইয়া বৈরাগ্যfচলে অধ্যারূঢ় হইতে পারিবেন, তাবৎকাল প্রতিঙ্গলে পতিত শুষ্কপত্র, বায়ুতে শুষ্কত্ব, গগণান্তরালে শরৎকালের মেঘের ন্যায় অবিরত চঞ্চালিতই হইবে ইত্যভিপ্রায় । ৯। অনস্তুর জালবদ্ধ চিন্তিত গ্রীরাম ঋষিকে আপনার অবস্থা কহিতেছেন। তদৰ্থে উক্ত হইয়াছে। যথা—(পূন্ডমাস্পদমিতি ) || গন্তুমাস্পদমাত্মীয়মসমর্থধিয়োবয়ং। চিন্তাজালেবিমুহামোজালে শকুনয়োযথ। ১• । আত্মীয়ং স্বয়ং আস্পদংপ্ৰতিষ্ঠাং পারমার্থিকরূপমিতিযাবৎগন্তুং প্রাগুং।। ১০ • অস্যার্থঃ { হে কুশিকাত্ম জ। যেমন পক্ষীগণের আহারের আশীতে মৃগয়ুরজালে আপতিত হয়, এবং উত্থান শক্তি রহিত হইয় তাহতেই বদ্ধ থাকে, আর কোন মতেই আপনার বাসস্থানে যাইতে পারে না । হে ঋষিবর : লুমিও বিষয়াশীতে ছিন্ত স্বরূপ জালে আবদ্ধ হইয়া রহিয়াছি, কোলক্রমেই আপনার* স্বরূপাবস্থান প্রাপণে সমর্থ হইমেছন । ১০ । . তাৎপৰ্য্য —মৃগযুগণের কিঞ্চিৎ তণ্ডুলকণা বিকিরণ করিয়া জাল পাতির রাখে, ক্ষুধাতুর বিহুগগণের আহার লালসায় তাহাতে পতিত হইয়া বদ্ধথাকে, আর কোন মতেম্বস্থানে আসিবুর তাহার যোগ্যতা থাকেন, জীবগণেরাও সংসারে আসিয়া বিষয় মুখ লালসায় দুরত্যয় চিন্তাজালে আবদ্ধ হইয়া নিশ্চেষ্ট হইতেছে, আর কোন মতে স্বরূপে অবস্থান করিতে পারেন। অর্থাৎ মায়েপিাধি বিশিষ্ট জীব, মায়া রহিত হইয়া স্বকীয় পারমার্থিক ধামে অবস্থান করিতে সমর্থ হয়না, যেহেতু কুতুফাতেই নিরস্তর ভ্রাম্যমাণ হইয়া থাকে ইত্য ভিপ্রায় । ১০ । মনস্তর, বিষয় বাসনাকে অগ্নিজ্বালা রূপে বর্ণনা করিয়া গ্রীরাম বিশ্বামিত্রকে কৰিছেড়েন। তদৰ্থে উক্ত হইয়াছে। যথা –(তুকাভিধানয়েতি)। . তৃষ্ণাভিধানয়। তাতদগ্ধোৰ্ম্মি জ্বালয়তথা । যথাদহোপশমনমাশঙ্কেন। মৃতৈরপি ।। ১১ [ ক্ষুদ্ধাঙ্গাশন্ধেগম্ভাবয়া ১১। *