পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশতিঃ সৰ্গ । উনবিংশতি সর্গে টকাকার কেবল মহুষের বাল্যাদি অবস্থার পরিনিন্দ করিয়া মুখবন্ধ শ্লোকের ফল জানাইতেছেন। অর্থাৎ অজ্ঞানত, ক্ষুধা, তৃষ্ণ, রোগ, অশুচিত্ত্বদি দোষে দুষিত, গমনাদি রহিত, পিঞ্চরবদ্ধ পক্ষিদিগের ন্যায় সমানাবস্থা প্রাপ্ত বাল্যাবস্থার সকল দোষ কথিত হইয়াছে; ইহাই উনবিংশতি সর্গের সম্যক ফল হয়। তদৰ্থে উক্ত হইয়াছে। যথা--স্ত্রীরামচন্দ্র মহর্ষি, বিশ্বামিত্রকে কহিলেছেন। (লব্ধ,াপীতি ) ঐরাম উবাচ। লঙ্কাপিতরলীকারে কার্য্যভাব তরঙ্গিণি । - সংসার সাগরে জন্ম বাল্যং দুঃখায় কেবলং || ১ । অজ্ঞানকুত্ত ষারোগাশৌচ চাপল্যভূষিতং । তির্যাগন্তু সমাবস্থং বাল্যমপ্যত্র নিন্দাতে । নমুনদেহস্তসৰ্ব্ব অবস্থাদুঃখরূপঃ তদ্বল্যেস্ত সৰ্ব্বজনস্পাহনীয়তয়ারম্যতৰুত্বাদযথা মহারাজোবামহাব্ৰাহ্মণে বা মহকুমারো বা অতিক্রমানানন্দস্য গত্বাশয়ীতেতিশ্রত্যাপি বাল্যস্তানন্দবহুলত্ব প্রতিপাদনাদিত্যাশঙ্কাবিস্তমেশতস্তানর্থবহুলতাং প্রপঞ্চয়িতুং প্রতিকানীতেলক,াপীতিকাৰ্যভাবের্ননাকর্তব্যাভিনিবেশঃপ্রকৃতাতৃতীয়াধানোনধনবানিতি বস্তুদ্ধিত প্রকৃতার্থেংভেদেনন্বিয়ং। তরল অস্থির আকারাশ্চতুর্বিধশারীরণিষমিন্‌ অনাঘ্ৰচঞ্চল স্বভাবে সংসারসাগরেজন্ম মহুষ্যজন্ম বাল্যং কেবলং দুঃখায়ৈবলভতেজন্তু বিতিশেষঃ অপবামনুষ্যজন্মনঃ অতিদৌলভ্যং দোতাতেতথাচক্ৰতঃ ততোবৈখলুছনিঃশ্রেয়তরমিতি ৷৷ ১ ৷৷ - অস্যার্থঃ । হে ঋষিবর কৌশিক ! বাল্যবস্থায় জীব অতি চঞ্চলাকার বিশিষ্ট, অকৰ্ত্তব্যকার্যে অভিনিবেশ রূপ তরঙ্গবক্ত, ইহসংসারে জীব জন্মগ্রহণ করতঃ প্রথম প্রাপ্ত বাল্যকাল দুঃখের নিমিত্ত হয় ৷ ১ ৷৷