পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ ‘. . V8 (t কিন্তু অন্তরে বিলক্ষণ জ্ঞান আঁছে, বাহে জ্ঞানের কার্য কিছুমাত্র প্রকাশ পায়ন, সেই রূপ বলাবস্থায় বালকদিগের দুঃখ শান্তি নাই। ২৮ ৷৷ তাৎপর্যা –বৃক্ষের যেমন বাহো জ্ঞান নাই কিন্তু অন্তর চৈতন্য বিশিষ্ট, দুঃখাদির । অনুভব করিয়াও বাহো তন্নিবারণে অসমর্থ, তদ্ধপ বাল্যকালে বৃক্ষধৰ্ম্মি বালকের অন্তশ্চৈতন্যবিশিষ্ট, সুখ দুঃখ বোধ বিলক্ষণ আছে, শীত, বাত, রৌদ্র এবং দংশ মষাকাদি দংশনে যাতনার অনুভব করিয়া থাকে, কিন্তু বাহিরে হস্ত পাদদির জড়ত্ব প্রযুক্ত তাহার নিবারণ করতঃ শান্তিলাভ করিতে পারেনা, সুতরাং বৃক্ষের সহিত বাল্যাবস্থার বিশেষ কি? এবং এ অবস্থাতে দুঃখব্যতীত সুখসম্বন্ধ কি আছে? ইত্যভিপ্রায়ঃ ॥২৮ ৷৷ অনন্তর পক্ষিদেগের উদ্ভূড়ান বাঞ্ছার সহিত বালবেষ্টার দ্বষ্টান্ত দিয়া ঐরঘুনাথ কুশিববর বিশ্বামিত্রকে করিতেছেন, এতদৰ্থে উক্ত হইয়াছে। যথা—(উড়ীতুমিতি) + ' অনন্তর শিশু পেীগণ্ডাবস্থার ফল বর্ণনা দ্বারা শ্রীরাম চন্দ্র বিশ্বামিত্রকে কহিতেছেন, ওদর্থে এই শ্লোক উক্ত হইয়াছে। যথা—(শৈশব ইতি । * , উদ্ভীতুমভিবাঞ্ছন্তি পক্ষাভ্যাংক্ষুৎপরায়ণঃ। ভয়াহারপর নিত্যং বালাবিহগ ধৰ্ম্মিণ: || ২৯। শৈশবে গুরুতোষ্ট্ৰীতি মাতৃতঃ পিতৃস্তথা। জনতোজ্যেষ্ঠবালাচ্চ শৈশবং ভয়মন্দিরং ।। ৩০ । উভডীভূমুভূয়িতুং ড়গুণাভাবশস্থান্দয়ঃ পক্ষাভ্যাং লক্ষয়া বাহুভাং বিহঙ্গধৰ্ম্মিণ: পক্ষিসমাঃ || ২৯ ৷৷ ৩৪ ৷৷ - - অস্যার্থঃ । হে মহর্ষি বিশ্বামিত্র . ক্ষুধাৰ্ত্ত পক্ষীগণে যেমন নভোমণ্ডলে উড়িতে বাঞ্ছা করে, কিন্তু শীত রৌদ্রাদি পীড়িত জন্য পক্ষদ্বয় সত্বেও উড়ডীন ক্রিয়ায় অসমর্থ হয়, এবং সৰ্ব্বদা ভয়াহার বিষয়ে আসক্ত থাকে, সেইরূপ বিহগধৰ্ম্মি বালকেরও অবস্থা জানি&রন |"マぬ 山 তাৎপর্য -যেমন বিহগগণ ক্ষুধাতুরহইয়া আহারার্থ আকাশে উড়িতে ইচ্চা করে, শীত রোজ জনা কাতর হইয়া পক্ষাবলম্বন করিয়াও উড়িতে পারে না, সেইরূপ উত্তানশায়ি বালকের স্বভাব, ক্ষুধ তৃষ্ণায় আকুল হইয় उग्नि আহাঁর গ্রহণ করিতে ইচ্ছ। করে, কিন্তু অবয়বের অবশত প্রযুক্ত হস্তপাদাদি সত্ত্বেও গমন গ্রহণ বিষয়ে অসমর্থ হয়, শুদ্ধ আহাৰ ব্যাকুল হইয় অঙ্গ বিক্ষপাদি করিতে থাকে। ইতিভাবঃ ॥ .&為 II