পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । ৩৬৭ তাৎপর্য –ভুক্ত প্ৰেত পিশাচগণের যেমন রাত্রিমধ্যে ইতস্তত্ব সঞ্চরণ করে,সেই রূপ জীবের যামিনীরূপ যৌবনাবস্থায় পিশাচরূপ কাম, ক্ৰোধ, লোভ, রাগ, জ্যোদি প্রবলরুপে বিচরিত হয় ॥৩৭ অনন্তর ম্ৰিয়মাণ পুত্র প্রতি পুরুষের করুণার ছটান্তে যৌবন স্নেহ বৰ্ণন করিয়া ঐরামচন্দ্র বিশ্বামিত্রকে প্রার্থনাস্থচক বাক কহিতেছেন। যথা-(নানা বিকারতি)। নানাবিকার বহুলেবিবেকক্ষণনাশিনি। কারুণ্যং কুরুতারুণ্যে ম্ৰিয়মাণেস্থতেযথা ॥৩৮। বিকারাশ্চিত্তবিকার বাললীলাশ্চ ॥৩৮ ក្t হে মুনিশাৰ্দ্দল ! মরণাপন্ন সন্তানের প্রতি পুরুষের স্বরূপ কারুণ্য প্রকাশ করা হয়, সেইরূপ নানাপ্রবণর বিকার বহুল বিশিষ্ট, চিত্তউমাদক, এবং বিবেক চক্ষুর বিনাশক এই যৌবন, অতএব হে করুণীজন । তুরুণারূপ মুণ্ড্রাবস্থা দ্বষ্টে আমার প্রতিও আপনি কারুণ্য প্রকাশ করুন,॥৩ ॥ তুন্যদৰ্থমুগম। যৌবনোন্মত্ত পুরুষকে হেয়ত্বে পরিগ্রহ করিয়া পুনৰ্ব্বার রঘুবৰ্ষ মুনিবৰ্ষা বিশ্বমিত্রকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যথা—(হর্ষমায়াতীতি)। হৰ্ষমায়াতিযোমোহাৎপুরুষঃ ক্ষণভঙ্গিন । যৌবনেন মহাযুদ্ধ সবৈনরন্থগঃ স্মৃত ॥ ৩৯ ৷৷ ক্ষণভঙ্গিনীযৌবনেন মােহদোহৰ্ষমায়াতিমনঃস্বগোমস্থা সন্মপিপশুতুলাঃ যজেং সেী মহামুগ্ধঃ ।। ৩৯ ৷৷ অস্যার্থঃ । হে মুনির বিশ্বামিত্ৰ ! এই ক্ষণভক্ষুদ্র যৌবনেড্রেকে অজ্ঞানত প্রযুক্ত যে পুরুষের হর্ষপ্রাপ্তি হয়, তুাহাকেই মহামুগ্ধ পুরুষপশুরূপে মান্য করা যায়, যেহেতু তাহার বিবেক সম্পত্তির অভাব হয়। ৩৯"। অন্যার্থ সুগম। অনন্তর ৰেীৰনাভিলাষ-ব্যক্তির তিরস্কার করিয়া কৌশল্যানন স্ত্ররাম, গাধিরাজদিন বিশ্বামিত্রকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যথা—(মনমোহাদিতি) ।