পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । ՏԵՏ হয়না, এক্ষণে বিপ্রান্তি হেভূয়ন্ত্র দ্বারা পরমপদ প্রাপ্ত হইতে আমি ইচ্ছা করিতেছি, অর্থাৎ বিরূপে আমি সেই বিষ্ণুর, পরনপদে অধিগমন করিতে পারি তাহার ষত্ব করিতেছি || ৩৬ ৷৷ * * e তাৎপর্য –বিষয় অতি চঞ্চল, জাতমাত্র বিনাশি অর্থাৎ ক্ষণভঙ্গুর, অথচ দুস্তর অর্থাৎ দুঃখেও বিষয় পার হইতে পারেন, যে বিষয় পরিগ্রহে পুনঃ২ জন্ম, পুনঃ২ মৃত্যু পুনঃ২ জরাবস্থা গ্রহণ করিতে হয়, সেই ভয়ে বিষয় ভোগে বাসনা আমার হয়না, কেবল যোগিধ্যেয় অর্থাৎ যোগিদিগের চিন্তনীয় যেখানে রোগ নাই, শোক নাই, কোন ভূয় নাই, সৰ্ব্বদাই অখণ্ড সুখে বিহার হয় সেই বিষ্ণুর পরমপদ প্রাপ্তার্থেই যত্ন হইতেছে ইতিভাবঃ ॥ ৩৬ । t ইতি শ্ৰীবশিষ্ঠতাৎপর্যাপ্রকাশে বৈরাগপ্রকরণে স্ত্ররামের নারী জুগুপানামে একবিংশতি সগঃ সমাপনঃ।। ২১ ৷৷ مسـ00-جو-c0سح