যোগবশিষ্ঠ । 8Գ7, তাৎপর্যা –সংসাররূপ সরোবর, কুহ স্বরূপ পদ্ম জীবন স্বরূপ ভ্রমর, হিমকণা রূপ জরাবস্থা, সুতরাং জরীরূপ ছুষারাভিঘাতে পদ্মস্বরূপ দেহ,মলি হইলে, জীবন স্বরূপ ভ্রমর দূরতরে প্রস্থান করে,তখন সংসাররূপ সরোবর আপনি শুষ্ক হইয়া যায়, অর্থাৎ যে সংসারে জীবের নিয়ত অহরাগ ছিল, তাহারপ্রতি আর একবারও ছষ্টি পাত করে না, অতএক অবশ্য ত্যজ্যবিষয় জানিয়াও অতিঅম্বুরাগী হওয়া অনুচিত ইতি রামাতিপ্রায়ঃ ৷৷ ৩ ৷৷ o: অনন্তর জীবের দেহকে লতারূপে বর্ণনা করিয়া ত্রীরামচন্দ্র মহর্ষি কুশিকতনয়কে কহিতেছেন তদৰ্থে উক্ত হইয়াছে। যথা –( যদাযদেতি) ॥ " যদাযদা পাকমুপৈতিস্থানং তদাতদেয়ং রতিমাতনোতি । জরাভবানপনবপ্রস্থনাবিজজরাকায়লতানরাণাং । ৪ ॥ " রডিংখ্ৰীতিমাতনেীতিমুর্ত্যোরিতিশেষঃ l ਜੋ কায়এবচলতাবলী ll 8 |} অস্যার্থঃ " - হে ঋষিবরবিশ্বামিত্র । যুমন যেমন জীবের এই শরীরের পকভদিশ উপস্থিত হয়, তেমন তেমন কৃতান্তেরঃ অতুল্য প্রীতির বৃদ্ধি হইতে থাকে। অনন্তর শুরু কেশাদিরূপ বহুতর পুষ্পশোভিত জীবের এই দেহলভিক জরাজন্য বি শীর্ণ হইয় যায়। অর্থাৎ আর রক্ষা পায় না, সুতরাং ৩হাতে এত অনুরাগ কেন ?"ইতি রামাভিপ্রায়ঃ ৷৷ ৪ ৷৷ অনন্তর নদীরূপে জীবের বাসনার বর্ণন করিয়া রঘুনাথ মুনিনাথ বিশ্বামিত্রকে কহিতেছেন। যথা –(স্তৃষ্ণানদীতি)। তৃষ্ণানদীসার তরপ্রাগ্রস্তাখিলানন্তপদার্থজাত। তটস্থলন্তোষ স্বৰূক্ষমূলনিকাৰ্যদক্ষ বহতীহলোকে ॥ সারতরোবেগবত্তরোবামুল নিকাষোবপ্রনিকৃন্তনং তত্ৰদক্ষাসমর্থ ৷ ৫ ৷ অস্যার্থ। হে ব্ৰহ্মন যেমন অসীমসাগর হইতে উৎপন্ন নদী সকল অত্যন্ত বেগবতী হয়, এবং তীরস্থ বৃক্ষের মূলোৎপাটন করতঃ সমাক্ বেগে বহিতে থাকে। তাহার নায় অনন্ত বস্তুজাত সাগর তুলা, তাহ হইতে উত্তত বেগবতী নদীরূপ জীবের বিষয়
পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৪৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।